আজকাল ওয়েবডেস্ক: প্রথম আইপিএল জেতার জন্য ১৯১ রান প্রয়োজন পাঞ্জাব কিংসের। প্রথমে বল করে দুশো রানের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আটকে রাখে শ্রেয়স আইয়াররা। নিয়মিত উইকেট হারানোয় রানের পাহাড় গড়তে পারেনি বেঙ্গালুরু। তবে হেভিওয়েট ফাইনালে এই রান তাড়া করে জেতা খুব সহজ হবে না পাঞ্জাবের। ম্যাচ ৫০-৫০। তবে নিঃসন্দেহে এই উইকেটে ২০০ রানের গণ্ডি পার করতে চেয়েছিল আরসিবি। কিন্তু প্রশংসা প্রাপ্য শ্রেয়স এবং তাঁর বোলারদের। শেষ ওভারে ৩ উইকেট তুলে নেন অর্শদীপ সিং। অন্তত আরও ৩০ রান দরকার ছিল বেঙ্গালুরুর। সেখানে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে আরসিবির রান ১৯০।
টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। প্রশংসা করতেই হবে পাঞ্জাবের অধিনায়কের। বুদ্ধিদীপ্ত দল পরিচালনা। পার্টনারশিপ গড়তে দেননি। প্রতিনিয়ত উইকেট তুলে নেয় পাঞ্জাব। পাওয়ার প্লের ফায়দা তুলতে পারেনি ফিল সল্ট, বিরাট কোহলি জুটি। ৬ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে আরসিবির রান ছিল ৫১। প্রথম ওভারেই ছয়, চার হাঁকিয়ে শুরু করেন সল্ট। কিন্তু দুর্দান্ত ক্যাচ নিয়ে তাঁকে ফেরান শ্রেয়স। ১৮ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। এক উইকেট হারানো সত্ত্বেও দলকে এগিয়ে নিয়ে যায় কোহলি এবং মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু বেশিদূর নিয়ে যেতে পারেনি। ব্যক্তিগত ২৪ রানের মাথায় আউট হন মায়াঙ্ক। উইকেটে টিকে থাকলেও চেনা ছন্দে পাওয়া যায়নি বিরাটকে। মন্থর ক্রিকেট খেলেন। একটা দিক ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্তে শুরুটা ভাল করেও অল্প রানের মধ্যে ফিরে যান রজত পতিদার। ১৬ বলে ২৬ রান করে আউট হন।
কোহলি থাকা মানে শেষপর্যন্ত আশা থাকা। কিন্তু এদিন উইকেটে এতক্ষণ টিকে থাকার ফায়দা তুলতে পারেননি তারকা ক্রিকেটার। অর্ধশতরানের আগেই আউট হন। ৩৫ বলে ৪৩ রান করে ফেরেন কোহলি। মাত্র ৩টে চার মারেন। ১৫ ওভার পর্যন্ত বেঙ্গালুরুর রানের গতি অত্যন্ত মন্থর ছিল। কিন্তু জীতেশ নামার পর রানের গতি বাড়ে। ১৭তম ওভারে জেমিসনের বলে ২৩ রান নেয় বেঙ্গালুরু। তবে এদিন বড় পার্টনারশিপ গড়তে পারেনি আরসিবি। প্রতিনিয়ত উইকেট হারায়। শুরুটা ভাল করেও বড় রান পায়নি মায়াঙ্ক আগরওয়াল (২৪), রজত পতিদার (২৬) , লিয়াম লিভিংস্টোন (২৫) এবং জীতেশ শর্মা (২৪)। সর্বোচ্চ রান কোহলির (৪৩)। ১৫তম ওভারে ফিরলেও টেনশনে ইনিংস শেষ পর্যন্ত প্যাড পরে ডাগআউটে বসে থাকতে দেখা যায় বিরাটকে। গ্যালারিতে চিন্তামগ্ন মুখে ছিলেন অনুষ্কা শর্মা। কাটবে কি বিরাট খরা? উত্তরের জবাব পেতে আরও কিছুক্ষণের অপেক্ষা।
