আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসায় মুখর প্রীতি জিন্টা। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে ‘মাটির মানুষ’ ও ‘অসাধারণ অধিনায়ক’ হিসেবে আখ্যা দেন তিনি। পাশাপাশি তিনি যোগ করেন, আইয়ার অত্যন্ত মিষ্টভাষী ও দলের সবচেয়ে নরম স্বভাবের খেলোয়াড়।

২০২৫ সালের আইপিএল মেগা নিলামে পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল শ্রেয়াস আইয়ারকে। ভারতের তারকা ক্রিকেটারের জন্য বড়সড় বিনিয়োগ দলের জন্য ফলপ্রসূ হয়েছে বলেই মনে করলে ক্রিকেট মহল। এখনও পর্যন্ত ন’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। আইয়ার নয় ম্যাচে ৪৮ গড়ে ২৮৮ রান করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট ১৮২.৮৮।

আইপিএল চলাকালীন প্রীতি জিন্টা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় যুক্ত হয়ে থাকেন। সেখানেই এক ভক্তের প্রশ্নের উত্তরে আইয়ার সম্পর্কে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। তিনি বলেন, ‘শ্রেয়স অত্যন্ত ডাউন টু আর্থ একজন মানুষ এবং অসাধারণ অধিনায়ক।

মাঠে তাঁর খেলা আক্রমণাত্মক হলেও ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত মিষ্টি এবং নরম স্বভাবের। আমরা খুব খুশি যে তিনি আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন এবং আরও খুশি যে আমরা নিলামে তাকে নিতে পেরেছি। অধিনায়ক হিসেবে শ্রেয়সই আমাদের প্রথম ও একমাত্র পছন্দ ছিলেন’।