আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেনের পিচ ছিল ব্যাটিং সহায়ক। প্রথমদিকে স্পিনারের কিছুটা সুবিধা পেলেও পরের দিকে ব্যাটারদের স্বর্গ ছিল। কেমন হবে গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামের পিচ? আইপিএলের অন্যান্য স্টেডিয়ামের মতো এখানকার পিচও ব্যাটিং সহায়ক। প্রথম ইনিংসের আনুমানিক রান ২০০। তবে শুরুর দিকে পিচে আর্দ্রতা থাকবে। যার ফলে দুই ইনিংসেই নতুন বলে সুবিধা পাবে পেসাররা। তবে প্রথমদিকে টিকে যেতে পারলে, পরের দিকে রান উঠবে। উইকেটের চরিত্রে অনুযায়ী, প্রথমে ব্যাট করা দলের ২০০ রানের বেশি তোলা উচিত।
আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস ছিল। খেলা ভেস্তে যাওয়ার আভাস দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি হয়নি। নির্বিঘ্নে খেলা হয়। এদিন গুয়াহাটিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। রাতে সেটা নেমে হবে ১৯ ডিগ্রি। অর্থাৎ, খেলার জন্য মনোরম পরিবেশ। দুই দলই প্রথম ম্যাচ হারায় প্রত্যাবর্তনের লক্ষ্যে ঝাঁপাবে। কলকাতা নাইট রাইডার্স দলে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে রান পাননি আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং। নাইট শিবিরের আশা, দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরবে দুই বিগ হিটার। জয়ে ফেরার জন্য তাঁদের ছন্দে ফেরা অত্যন্ত জরুরি।
