আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত আবেদেন, লাফালাফির জন্য গতবছর পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের সমালোচনা করেন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী। তাঁর ব্যবহার নিয়ে বাকি আম্পায়ারদের সতর্কও করেন। আইপিএল চলাকালীন এই বিষয়ে অনিল চৌধুরীর সঙ্গে কথা হয় ঈশানের কিষাণের। কথা প্রসঙ্গে, পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানকে নিয়ে মশকরা করেন ভারতীয় তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে উদ্বোধনী ম্যাচে শতরান করেন উইকেটকিপার ব্যাটার। এবার উইকেটের পেছনে দাঁড়িয়ে আবেদন করা নিয়ে মন্তব্য করলেন বিতর্কিত ক্রিকেটার। একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন অনিল চৌধুরী। সেখানে ঈশানকে তিনি জিজ্ঞেস করেন, আগের তুলনায় তাঁর আবেদনের সংখ্যা অনেক কমে গিয়েছে। এর কারণ কী? এর উত্তরে ঈশান কিষাণ বলেন, 'আমার মনে হয়, আম্পায়াররা অনেক স্মার্ট হয়ে গিয়েছে। প্রত্যেকবার আবেদন করলে ওরা আউট কেও নট আউট দিয়ে দেবে। তার থেকে ভাল একবার আবেদন করা। যখন নিশ্চিত আউট, তখনই আবেদন করা উচিত। আম্পায়াররাও ভাববে সঠিক সময় উইকেটকিপাররা আবেদন করে। মহম্মদ রিজওয়ানের মতো করলে, আপনারা একবারও আউট দেবেন না।' 

আগে প্রযুক্তি এত উন্নত ছিল না। আম্পায়ারের ভুলে বহুবার ভুল আউট হতে হয়েছে ক্রিকেটারদের। তবে এখন এই সম্ভাবনা কম। ডিআরএস আছে। প্রয়োজনে রিভিউ নিতে পারে দুই দলই। তবে তারকা উইকেটকিপার ব্যাটার মনে করেন, এখনও আম্পায়ারদের উন্নতির অনেক জায়গা আছে। এই প্রসঙ্গে ঈশান কিষাণ বলেন, 'কিছু আম্পায়ার আছে যাদের মাঠে দেখে আমাদেরও ভাল লাগে। তবে সবসময় উন্নতির জায়গা থাকে। নতুন আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার সময় আরও আত্মবিশ্বাসী হতে হবে। আউট মনে হলে, আবেদনে কর্ণপাত না করে, নিজেদের সিদ্ধান্ত নেওয়া উচিত।' ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেলে এই কথপোকথন পোস্ট করেন আম্পায়ার অনিল চৌধুরী।