আজকাল ওয়েবডেস্ক: আইপিএল মানেই অর্থের খেলা। নিলামে টাকার থলি নিয়ে হাজির হয় ফ্র্যাঞ্চাইজিরা। একজন ক্রিকেটার নিমেষে হয়ে যেতে পারেন কোটিপতি। 

ঠিক তেমনই আইপিএলের প্রতিটি ম্যাচ থেকে প্রাপ্ত ম্যাচ ফি দিয়ে একজন ক্রিকেটার হয়ে যেতে পারেন টাকার কুমীর। এবারের আইপিএলে মোটা অঙ্কের ম্যাচ ফি পেতে চলেছেন ক্রিকেটাররা। আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেটাররা পাবেন  প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। 

একজন ক্রিকেটার আইপিএলের গ্রুপ পর্বে ১৪টি ম্যাচ খেলতে পারবেন। প্লে অফ, ফাইনাল ধরলে সেই সংখ্যা হয়ে যেতে পারে ১৭টি। 

ফলে কোনও ক্রিকেটার যদি আইপিএলের ১৭টি ম্যাচ খেলেন, তাহলে তিনি কোটিপতি হয়ে যাবেন। 

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফির জন্য মোট ১২ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই অর্থ কিন্তু নিলামের বাজেটের বাইরে। 

গতবছরের সেপ্টেম্বরে এমন উদ্যোগের কথা বলা হয়েছিল। তখন ম্যাচ ফি-র বিরোধিতা করেছিল অনেকে। অবশেষে নিয়ম লাগু হল। কেবল ম্যাচ ফি পেয়েই একজন ক্রিকেটার হয়ে যেতে পারেন কোটিপতি তারকা। এই কারণেই আইপিএল টাকার খেলা। এত জনপ্রিয়।