আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ককে সেরা ফিনিশারদের মধ্যে অন্যতম ধরা হয়। তবে বর্তমানে সেই তকমা অনেকটাই খুইয়েছেন। আইপিএলে চেন্নাইয়ের হয়ে একাধিকবার রান তাড়া করতে ব্যর্থ হন এমএস ধোনি। রবিবার তেমনই একটি পরিস্থিতি ছিল। ১০ বলে ১৬ রান করে আউট হন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ওভারের প্রথম বলেই আউট হন। যার ফলে মাত্র ৬ রানে হারে চেন্নাই। ম্যাচের পর একটি পরিসংখ্যান পেশ করেন তাঁরই প্রাক্তন সতীর্থ হরভজন সিং। যা দেখে চক্ষু চড়কগাছ হবে ধোনি ভক্তদের। কারণ সেই পরিসংখ্যান তাঁর 'চেজমাস্টার' তকমার বিরুদ্ধে যাচ্ছে। ভাজ্জি মনে করেন, এই মুহূর্তে ধোনি সিএসকের জন্য সমস্যা। পরিসংখ্যান তাঁর বিরুদ্ধে যাচ্ছে।
হরভজন বলেন, 'আমি কিছু পরিসংখ্যান পেশ করতে চাইব। ধোনি অনেক বড় প্লেয়ার, তবে ও যখন ব্যাট করতে আসে, ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ২০২৩ সাল থেকে চেন্নাইয়ের জেতার ক্ষেত্রে ধোনি যতবার রান তাড়া করেছে, ও ৯ বলে মাত্র ৩ রান করেছে। তারমধ্যে কোনও চার বা ছয় নেই। যখন রান তাড়া করে চেন্নাই হেরেছে, সেক্ষেত্রে ৮৪ বলে ১৬৬ রান করেছে। তাতে ১৩টি চার এবং ছয় রয়েছে। তার মানে যে ম্যাচগুলো সিএসকে জিতেছে, তাতে ধোনির গড় ৮। যেগুলোতে হেরেছে, সেখানে ওর গড় ৪৯। হেরে যাওয়া ম্যাচ নিয়ে কে ভাবতে চায়! আমার মনে হয় এই বিষয়ে চেন্নাইকে নজর দিতে হবে।' এই জায়গা থেকে বেরোনোর পথও জানান প্রাক্তন ভারতীয় তারকা। ভাজ্জি বলেন, 'এই বিষয়টিকে অন্যভাবে সামলাতে হবে। ধোনিকে ওপরের দিকে পাঠানো উচিত টিম ম্যানেজমেন্টের। ওকে মারার নির্দেশ দেওয়া উচিত। তাছাড়া কোনও লাভ নেই। হেরে যাওয়া ম্যাচে রান করার কোনও মূল্য নেই।' ভাজ্জি এই পরিসংখ্যানে হতাশ ধোনি ভক্তরা।
