আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহের মাঝেই চলতি আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ধরমশালায় ম্যাচ চলাকালীন ব্ল্যাক আউটের জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। পাঞ্জাব কিংস এবং ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা সহ সমস্ত দর্শকদের অনুরোধ করা হয় মাঠ ছাড়ার জন্য। এরপরেই বিশেষ মিটিংয়ে বসে বোর্ড। শুক্রবার সকালে বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়েছে, সীমান্তে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল আইপিএল। ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে পরিস্থিতি সম্পর্কে অবগত করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আরও পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। কিন্তু এই ঘোষণার পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিংয়ের মধ্যে পড়তে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
IPL Suspended
— Dogesh (@dogesh_bhai)
CSK fans RCB fans pic.twitter.com/cc9gw450rITweet by @dogesh_bhai
আরসিবি বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চলতি আইপিএলে সমর্থকদের বেশ ভাল ক্রিকেট উপহার দিয়েছেন কোহলিরা। এই অবস্থায় আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই মনে করছেন আরসিবি এবার ট্রফি জয়ের সবচেয়ে ভাল সুযোগ পেয়েছিল। ঠিক সেই সময়েই টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ‘ভাগ্য’ নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।
এক ব্যক্তি লিখেছেন, ‘আরসিবি অবশেষে ট্রফি পেল, তাও ‘না খেলেই’! অন্য এক ব্যক্তির বক্তব্য, ‘বিসিসিআই বুঝে গেছে, এবার আরসিবি চ্যাম্পিয়ন হবে, তাই আইপিএলই বন্ধ’। প্রসঙ্গত, আরসিবি তাদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে মাত্র দু’রানে হারিয়েছিল। বিরাট কোহলি, জ্যাকব বেথেল, ও রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেন। বিশেষ করে রোমারিও শেফার্ডের ১৪ বলে ৫০ রান ছিল দর্শনীয়। ২০ ওভার ব্যাট করে আরসিবি তোলে ২১৩/৫, এবং পরে মাত্র ২ রানে ম্যাচ জিতে নেয়।
