আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে দিল্লি শিবিরে ডবল ধামাকা। বিশাখাপত্তনমে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দলের সদস্য কেএল রাহুলের বাবা হওয়ার সুখবর। আইপিএলের প্রথম ম্যাচে তাঁকে দলে না দেখে হয়তো অনেকেই অবাক হয়েছিল। কিন্তু দ্রুত সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন রাহুল এবং আথিয়া। প্রথম সন্তানের জন্মের জন্য নিজের পুরোনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। ২০২৩ সালে জানুয়ারিতে গাঁটছড়া বাঁধেন রাহুল-আথিয়া। গতবছর নভেম্বরে সুখবর দেন দম্পতি। রুদ্ধশ্বাস জয়ের পর ড্রেসিংরুমে সেলিব্রেট করে দিল্লি। এক অভিনব পদ্ধতিতে জয় উদযাপন করা হয়।
ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সবাই নাচে মেতে ওঠে। তাও আবার একই ভঙ্গিমার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দু'হাত দিয়ে বাচ্চা দোলানোর ভঙ্গিমায় দেখা যায় দেশি থেকে বিদেশি প্লেয়ারদের। ছিলেন কোচিং এবং সাপোর্ট স্টাফও। একইসঙ্গে রাহুলকে শুভেচ্ছা জানানো হয়। গানও গাইতে দেখা যায় অক্ষর প্যাটেলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আমাদের পরিবার বেড়েছে। আমাদের পরিবার সেলিব্রেট করছে।' ফ্র্যাঞ্চাইজির সেই পোস্টে উত্তর দেন তারকা ক্রিকেটার। রাহুল লেখেন, 'তোমাদের অভিনন্দন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ।' তার পাল্টা জবাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়, 'তোমার জন্য আমরা সবাই খুব খুশি কেএল।' সোমবার আশুতোষ শর্মার বিধ্বংসী ইনিংসে নিশ্চিত হার থেকে ম্যাচ বের করে দেয় দিল্লি।
