আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে শুরুটা এবার সবচেয়ে ভাল করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচে জয়। হারিয়েছে আইপিএলের দুই অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসকে। আরসিবির প্রাক্তন সদস্য এবি ডি'ভিলিয়ার্স মনে করেন, আগের বছরগুলোর তুলনায় এবার দলের ভারসাম্য দশগুণ ভাল। পাশাপাশি শুরুটা ভাল হওয়ায়, বাকি ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে। কেকেআরকে ঘরের মাঠে হারানোর পর চেন্নাই সুপার কিংসকে চিপকে হারায় বেঙ্গালুরু। গত ১৭ বছরের ইতিহাসে যা কখনও হয়নি। তাই যথেষ্ট আশাবাদী প্রাক্তন তারকা। ডি'ভিলিয়ার্স বলেন, 'আগের বছরগুলোর তুলনায় এবারের বেঙ্গালুরু দলের ভারসাম্য দশগুণ বেশি। নিজের পডকাস্ট 'এবি ডি'ভিলিয়ার্স ৩৬০' তে এমনই জানান প্রাক্তন প্রোটিয়া তারকা।
ডি'ভিলিয়ার্স আরও বলেন, 'গতবছর আইপিএলের নিলামে আমি দলে ভারসাম্যের কথা বলেছিলাম। শুধু বোলার, ব্যাটার এবং ফিল্ডারের বিষয় নয়, বিষয়টা ভারসাম্যের এবং বিকল্পের।' প্রথম ম্যাচে সুযোগ না পেলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলেন ভুবনেশ্বর কুমার। আরসিবির একাধিক বিকল্পের আলাদা উল্লেখ করেন এবি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ভুবিকে দেখে ভাবছিলাম, ও খেলবে না, আর ঠিক সেই ম্যাচেই সুযোগ পায়। এটাই সবাই চায়। ভুবির মতো বোলার পরিবর্ত হিসেবে নামছে। দলে এই ভারসাম্য এবং গভীরতা দরকার।'
বেঙ্গালুরুর পারফরম্যান্স নিয়ে ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন তারকা। তাহলে কি খেতাব দৌড়েও এবার কোহলিদের এগিয়ে রাখছেন। এই প্রশ্নের উত্তরে ডি'ভিলিয়ার্স বলেন, 'আরসিবি দারুণ শুরু করেছে। ভাল দেখাচ্ছে। এটাই কি সেই বছর? এই নিয়ে এখনই ভাবতে চাইছি না। তবে আমি বিশ্বাস করি, আইপিএলের ইতিহাসে এটাই আরসিবির সেরা শুরু। শুধুমাত্র রেজাল্টের জন্য নয়, দলের ভারসাম্যের জন্যও। এছাড়াও অ্যাওয়ে ম্যাচে যেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে।' প্রথম দুটো জয় অ্যাওয়ে ম্যাচ থেকে এসেছে। যা নিয়ে উচ্ছ্বসিত ডি'ভিলিয়ার্স। তিনি বলেন, 'আইপিএলের শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানো সহজ নয়। তারওপর চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় অনবদ্য। পয়েন্ট টেবিলের দিকে তাকালে এখান থেকে আরসিবির যাত্রা সহজ। বেঙ্গালুরু সবার ওপরে। একমাত্র দল যারা দুটো ম্যাচই জিতেছে এবং রানরেটও ভাল। আইপিএলের শুরুটা সহজ নয়। তবে ওরা করে দেখিয়েছে। এরপর ঘরের মাঠে ম্যাচ।' এই মোমেন্টাম ধরে রাখতে পারলে খেতাবের সম্ভাবনা দেখছেন প্রাক্তন আরসিবি তারকা।
