আজকাল ওয়েবডেস্ক: দাবানলের জেরে এখন চরম সঙ্কটে ভুগছে লস অ্যাঞ্জেলস। এর মধ্যে নতুন করে বিপদের বার্তা দিল পরিবেশ দপ্তর। এই ধরণের দাবানলের ফলে বিশ্বে যে হারে কার্বন ডাই অক্সাইডের পরিমান বাড়িয়ে তুলেছে তা এবার নতুন করে সমস্যা তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইডের হার দেখে রীতিমতো চমকে গিয়েছেন বিজ্ঞানীরা। 

 


হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়াতে যেখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল ৩.৬। সেখানে একধাক্কায় এটি বেড়ে হয়েছে ৪২৭ পিপিএম। ফলে সেখানকার মানুষরা এখন প্রমাদ গুনছেন। এর সঙ্গে পরিবেশকে আরও দুর্বিসহ করে তুলেছে এন নিনো। এর জেরে পরিবেশ আরও বেশি গরম হয়েছে। ২০২৪ সালে বিশ্বে গরম নতুন রেকর্ড তৈরি করেছে। এরফলে ঝড়, বন্যার জেরে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইউএন সেক্রেটারি অ্যান্তিনিও গুতেরাস ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে যোগাযোগ করেছেন।

 


২০২৫ সালের শুরুতেই খানিকটা স্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বিশ্বে কার্বন ডাই অক্সাইডের পরিমান খানিকটা নিয়ন্ত্রণে ছিল। তবে লস অ্যাঞ্জেলসের এই দাবানল যে নতুন করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিয়েছে তা নতুন করে বিপদ ঘনিয়েছে। এখানে ফের নতুন করে অক্সিজেনের মাত্রা বাড়াতে হলে পৃথিবীর গাছেদের সময় লাগবে আরও। 


মার্কিন দেশের এক পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন বর্তমানে প্যারিস সম্মেলনে জলবায়ু নিয়ে সকলেই নিজেদের চিন্তা জানিয়েছিলেন। তবে যেভাবে এখন বিশ্বে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে তাতে নতুন করে বিপদ বাড়ছে। এই পরিস্থিতি থেকে সহজে মুক্তি মিলবে না। এল নিনোর জেরে বিশ্বে তাপমাত্রা এমনিতেই বেড়েছে। তবে দাবানলের আগুন যে হারে অক্সিজেনের মাত্রা কমিয়েছে তাতে আগামীদিনে পৃথিবীবাসীর অক্সিজেনের অভাব ঘটতে পারে। 


এমনিতেই পৃথিবীতে গাছের সংখ্যা কমেছে। প্রতিদিন গাছ কাটা চলছে। তার মধ্যে যদি এই ধরণের দাবানল তৈরি হয় তাহলে সেখান থেকে বাড়তি চাপ পড়বে পরিবেশের উপর। এত দ্রুত নতুন করে অক্সিজেন তৈরি করাও কঠিন কাজ পৃথিবীর উদ্ভিদের পক্ষে।