আজকাল ওয়েবডেস্ক: এমন একটি জায়গা তৈরি করা হয়েছে যেখানে গেলেও আপনার মনে হতে পারে আপনি যেন স্বর্গে চলে এসেছেন। জলের নিচে নেমে নিজেকে সেখানকার রাজা বলে মনে হতেই পারে।


আবুধাবিতে তৈরি করা হয়েছে একটি থিম পার্ক। সেখানে তৈরি করা হয়েছে জলের নিচের থাকার ব্যবস্থা। জলের নিচের প্রাণীরা আপনাকে দেখতে পারবে। আপনিও তাদের সঙ্গে অনেকটা সময় থাকতে পারবেন। নিজেকে তখন তাদেররই সদস্য বলে মনে হতে পারে।


হঠাৎ করে মনে হবে আপনি যেন সিনেমা দেখছেন। তবে এটি আসলে একটি বিরাট সাইজের অ্যাকোয়ারিয়াম। এখানে নামলেই আপনার মনে হবে আপনি সমুদ্রের নিচে চলে গিয়েছেন। সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই এখানে যাওয়ার কথা ভাবছেন। এর নাম দেওয়া হয়েছে সি হাব। এখানে সহজেই নিচে নেমে আপনি নিজেকে স্বর্গের দেশে এসেছেন বলে মনে করতে পারবেন। মোট ৪৫ মিনিট ধরে চলবে এই জার্নি। সেখানে গিয়ে আর বেরিয়ে আসতে মন চাইবে না।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tuesday Le Roux (@tuesday_leroux)