আজকাল ওয়েবডেস্ক: বিমানে লাগেজ রাখার জায়গায় বসে, ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা কেমন হয়! জানতে চেয়েছিলেন প্রৌঢ়া। অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বিমানবন্দর থেকে সোজা ব্যাগপত্রের সঙ্গেই পৌঁছে গেলেন বিমানের দোরগোড়ায়। লাগেজের ভিড়ে প্রৌঢ়াকে দেখেই চক্ষু চড়কগাছ কর্মীদের। কীভাবে সেখানে পৌঁছলেন তিনি? সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। পরিবারের সঙ্গে মস্কোতে ঘুরতে যাচ্ছিলেন প্রৌঢ়া। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাঁর পরনে ছিল কালো রঙের লম্বা জামা, হলুদ জ্যাকেট, মাথায় গোলাপি রঙের টুপি। বিমানবন্দরে যেখানে লাগেজ চেক করা হয় সেখানে পৌঁছে যান প্রৌঢ়া। এরপর কনভেয়ার বেল্ট, অর্থাৎ যেখান দিয়ে বড় লাগেজ চেকিং হয়ে সোজা পৌঁছে যায় বিমানের দোরগোড়ায়, সেখানে হাঁটতে শুরু করেন তিনি। 

দেখা গেছে, কনভেয়ার বেল্টের পাশেই ছিলেন দু'জন কর্মী। তাঁরা অন্য এক যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। কনভেয়ার বেল্টের উপর হেঁটে কালো পর্দা সরিয়ে ভিতরে পৌঁছে যান প্রৌঢ়া। ভিতরে প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়েও যান। তখনই কর্মীদের চোখে পড়ে দৃশ্যটি। 

জানা গিয়েছে, দশ মিনিট লাগেজের মাঝে শুয়ে বিমানের ঠিক সামনে তিনি পৌঁছে যান। যদিও এই ঘটনায় তিনি আহত হননি। কিন্তু প্রৌঢ়ার কীর্তিতে ব্যাপক শোরগোল পড়ে বিমানবন্দরে।