আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গাপুরে এক দম্পতির মধ্যে তীব্র ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শীঘ্রই তা ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি গাড়ি পার্কিংয়ের কাছে দাঁড়িয়ে আছেন, আর তাঁর স্ত্রী পাশের একটি বাড়ির প্রথম তলা থেকে চিৎকার করে কথা বলছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, একজন মহিলা সহকর্মী লোকটিকে ‘বেবি’ বলে সম্বোধন করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে এই কলহের সূত্রপাত।
স্বামী বারবার নিচুস্বরে কথা বলার অনুরোধ করলেও তা উপেক্ষা করে মহিলাটি চিৎকার করে বলতে থাকেন, “আমি চাই সবাই শুনুক, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ।“
এক সময় স্বামীকে বলতে শোনা যায় ওই মহিলা সহকর্মী সকলকেই ‘বেবি’ বলে ডাকেন। স্বামীর উত্তরে সন্তুষ্ট হতে পারেননি মহিলা। তিনি বলেন, ‘তুমি নিশ্চিত?’ ভিডিওতে তাঁর কণ্ঠস্বর স্পষ্ট। যা থেকে তাঁর আবেগের বহিঃপ্রকাশ সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়।
এরপরেই রাগের বশে স্বামীর দিকে একটি বালিশ এবং কোলবালিশ ছুঁড়ে মারেন মহিলা। এবং চেঁচিয়ে বলতে থাকেন, “আমার চোখের সামনে থেকে চলে যাও। আজ রাতে আমি তোমায় দেখতে চাই না।“
