আজকাল ওয়েবডেস্ক: গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই। তবে তিনি যখন নিজের দায়িত্ব ছাড়বেন তখন গুগলের দায়িত্ব কে নেবেন। বিষয়টি নিয়ে খোলসা করে জানিয়েছেন খোদ সুন্দর পিচাই। 


পিচাই জানিয়েছেন গুগলের পরবর্তী ভবিষ্যত হবে এআই। অর্থাৎ যে ব্যক্তি এই বিষয়ে পটু হবেন তার হাতেই গুগলের দায়িত্বভার চলে যাবে। সান ফ্রান্সসিসকোতে হওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুন্দর পিচাই।


তার এই কথা ইতিমধ্যে সকলের মধ্যে ভয় ধরিয়েছে। যদি প্রযুক্তির হাতে মানুষের ভবিষ্যত চলে যায় তাহলে সে মানুষকেই নিজের সবথেকে বড় শত্রু বলে মনে করবে। সেখান থেকে ২০২৬ সালের মধ্যে আরও মানুষ নিজেদের কাজ হারাবেন। 


তবে বিশেষজ্ঞরা মনে করছেন সুন্দর পিচাইয়ের এই মন্তব্য নিয়ে বেশি ভয়ের কিছুই নেই। তিনি এআইয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তাই বলে এআইয়ের হাতে গুগলের রাশ কখনই যাবে না। হয়তো কয়েকটি বিষয়ে মানুষ এআইয়ের ওপর অনেক বেশি নির্ভরশীল হবে তবে তার সঙ্গে গুগলের দায়িত্বের বিষয়টি অনেক বেশি কাল্পনিক।


তবে পিচাইয়ের এই কথাকে অনেকে হাল্কাভাবে নিচ্ছেন না। তারা মনে করছেন যদি পরবর্তীকালে গুগলের দায়িত্ব এআই নেয় তাহলে সেটি হবে মারাত্বক ক্ষতির। বহু মানুষ কাজ হারানোর পাশাপাশি গুগল সর্বদাই মানুষকে তার বিপক্ষ হিসেবে মনে করবে।


পিচাই নিজেই বর্তমানে এআইয়ের ওপর অনেকটা ভরসা করে থাকেন। সেদিক থেকে দেখতে হলে তার পরবর্তী দায়িত্ব হিসেবে কীভাবে এআই কাজ করবে সেটি তিনি খোলসা করে বলেননি। তিনি হাল্কা একটি কথা বলেছেন। আর তাতেই নানা মহল থেকে বিতর্কের ঝড় উঠেছে।


এআই একটি কোড দিয়ে তৈরি। তবে সে কীভাবে গুগলের মতো সার্চ ইঞ্জিনকে কাজে লাগাতে পারবে তা নিয়ে চিন্তায় পড়েছে সকলেই। যদি পিচায়ের কথার সামান্য সত্যতা থাকে তাহলে শুধু গুগল কেন গোটা মানবজাতির কাছে সেটা হবে বিরাট একটি সেটব্যাক। কোডিংয়ের কাছে হার মানবে সেই মানুষ যারা তাকে তৈরি করেছে।