আজকাল ওয়েবডেস্ক: তিন দিনের সামরিক সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশ। মার্কিন কার্ডিনাল রবার্ট প্রেভোস্টের নেতৃত্বে নতুন পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে, এটি ছিল সেন্ট পিটার্স স্কোয়ারে তাঁর প্রথম রবিবারের ভাষণ।

পোপ লিও চতুর্দশ বলেন, “আমি যুদ্ধবিরতির খবর পেয়ে আনন্দিত। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে একটি স্থায়ী সমঝোতা হোক—এই কামনা করি।” একইসঙ্গে তিনি বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিকে আহ্বান জানান, “আর নয় যুদ্ধ।”

এই প্রতিক্রিয়া আসে এমন এক সময়ে, যখন ভারতের অভিযানের জবাবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ভারী গোলাবর্ষণ শুরু করে জম্মু-কাশ্মীর থেকে গুজরাট সীমান্ত পর্যন্ত।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পাহেলগাঁও-এ পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘটে। তারপর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে, কূটনৈতিক সম্পর্ক খর্ব করে, পাকিস্তানিদের ভিসা ও বাণিজ্য বন্ধ করে দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার সন্ধ্যা ৫টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, কিন্তু পাকিস্তান কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে।