আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ বিতর্ক পেরিয়ে ফের মার্কিন মুলুকের গদিতে বসবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের গণনা এখনও শেষ হয়নি, কিন্তু যতটা হয়েছে তাতে স্পষ্ট রিপাবলিকান প্রার্থীই ফের প্রেসিডেন্ট হতে চলেছেন আমেরিকার। হুঁশিয়ারি, হুমকি, বিতর্ক সব নিয়ে গত কয়েকবছর তিনি অপেক্ষা করেছিলেন এই জয়ের জন্য। ইতিমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করে ভাষণ দিয়েছেন, মেলানিয়াকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করেছেন।
তাঁর জয় নিশ্চিত হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। মোদির সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের ছবি ফুটে উঠেছে আগেই। মোদির মার্কিনমুলুক সফরে তাঁকে বিশেষ সম্মান জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পকেও সম্মান জানিয়েছিল মোদি সরকার। ফের তিনি আমেরিকার মসনদে বসায় দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু প্রশ্ন উঠছে, ট্রাম্প ফের ক্ষমতায় বসায় দেশ হিসেবে ভারতের কি লাভ হবে? হলেও কী?
প্রাক্তন কূটনীতিক, কংগ্রেস নেতা শশী থারুর এই প্রসঙ্গে বিচক্ষণ মতামত রেখেছেন। তাঁর মতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়, ভারতের জন্য খারাপ নয়। অর্থাৎ ভাল কিছুর সম্ভাবনা! হলেও সেগুলি কোন বিষয়ে?
থারুরের মতে, গোটা ঘটনায় ভারতের খুব বেশি চমকপ্রদ লাভ হবে তেমনটা নয়। কারণ মোদি সরকারের সঙ্গে ট্রাম্পের বরাবর ভাল সম্পর্ক। দিল্লি এর আগেও ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখেছে। ট্রাম্প ফের ক্ষমতায় ফেরায় থারুর মনে করছেন, 'আমরা ইতিমধ্যে চার বছর ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি। তাই খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি তিনি একজন অত্যন্ত লেনদেনকারী নেতা। বাণিজ্যের বিষয়ে খুব কঠোর।'
চিনের বিষয়ে তিনি কঠোর ছিলেন, মনে করিয়ে কংগ্রেস নেতা ভারত চিন সম্পর্ক মনে করিয়ে বলছেন, তাঁর চিনের প্রতি অবস্থানও আদতে ভাল ভারতের জন্য। সর্বভারতীয় সংবাদ সংস্থায় ট্রাম্পের কানাডা ইস্যু নিয়ে অবস্থান প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন থারুর।
