আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডার জুড়ে শুধু তরুণীদের নগ্ন ছবি। বড়দিনের আবহে অনলাইনে ও অফলাইনে দেদার বিকোচ্ছে নগ্ন ছবির ক্যালেন্ডার। ক্যালেন্ডারটি বাজারে আসতেই, দিন কয়েকের মধ্যেই ৪০০ কপি বিক্রি হয়ে গেছে। তবে নগ্ন ছবির ক্যালেন্ডার বিকোনোর নেপথ্যে আসল কারণ শুনলে চমকে যাবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের বাসিন্দা ৩২ বছর বয়সি তরুণী জেসিকা রিগস স্পাইনাল কর্ডের বিরল অসুখে আক্রান্ত। আগামী বছর অস্ত্রোপচার হবে তাঁর। যার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। জেসিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি চাকরি খুইয়েছেন। অস্ত্রোপচারের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা প্রয়োজন। তাঁর পরিস্থিতির কথা জানতেই সাহায্যের জন্য এগিয়ে আসেন বান্ধবীরা।
জেসিকা জানিয়েছেন, তাঁর অসুখের কথা জানতে পেরেই নগ্ন ছবির ক্যালেন্ডার বিক্রির প্রস্তাব দেন বান্ধবীরা। ১৬ জন বান্ধবী মিলে নগ্ন ফটোশুট করেন। সেই ছবির ক্যালেন্ডার তৈরি করেন। কিছুদিনের মধ্যেই ৪০০ কপি ক্যালেন্ডার বিক্রি হয়ে যায়। তবে ক্যালেন্ডারের মধ্যেই উল্লেখ করা রয়েছে, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। বান্ধবীর জীবন বাঁচাতে তরুণীদের এই প্রয়াস।
ক্যালেন্ডারটি হাতে পেয়ে সকলেই তরুণীদের এই প্রয়াসের প্রশংসা করেছেন। জেসিকা জানিয়েছেন, ৪০০ কপি ক্যালেন্ডার বিক্রি করে ২৮ লক্ষ টাকার বেশি আয় হয়েছে। আগামী বছর অস্ত্রোপচারে সবটাই ব্যয় করবেন। তাঁর দুর্দিনে যেভাবে বান্ধবীরা পাশে দাঁড়িয়েছেন, তাতে চোখ জল জেসিকার।
