আজকাল ওয়েবডেস্ক :    জীবনে বেঁচে থাকার জন্য সকলের দরকার পড়ে টাকা। যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে সেখান থেকে আপনি কোনও কাজই করতে পারবেন না। আসলে টাকা হল এমন একটি জিনিস যেখান থেকে সকলে নিজের কাজটি করতে পারেন। 


তবে আজ এমন একজনের কাহিনী বলব যে টাকা ছাড়াই তার জীবনের সব কাজ করে থাকেন। নাম তার শারন বোরডি। নিউ সাউথ ওয়েলসে রয়েছে তার বাড়ি। তার বিয়ে হয়েছিল। তবে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। জীবনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখান থেকে তাঁর বেঁচে থাকার ইচ্ছা ছিল না।


তবে এরপর থেকে তিনি নিজের বাড়িতে ধীরে ধীরে তৈরি করে ফেলেন একটি খামার। সেখানে তিনি নানা ধরণের ফসল ফলান। সেখান থেকেই তিনি নিজের যাবতীয় কাজ সারেন। একটা সময় ছিল যখন শারন একটি প্রতিষ্ঠানে কাজ করত। তবে সেই কাজ এখন তার কাছে নেই। তবে সেজন্য কোনও আফশোষ করেননি তিনি। নিজের একমাত্র মেয়েকে নিজের দায়িত্বে বড় করে তুলছেন। তার দৈনন্দিন চাহিদা মিটিয়ে দেয় তার তৈরি খামারবাড়ি। নতুন করে আর বিয়ে করেননি তিনি। 

 


তার কাজে তাকে যোগ্য সহায়তা করে তার মেয়ে। তাদের কাছে একসময় বিকল্প কোনও আয় ছিল না। তবে সেদিন তারা ভেঙে পড়েননি। সেখান থেকে তারা ফের ঘুরে দাড়িয়েছেন। এখন নিজের খামারবাড়ি থেকে যে তৈরি হয় তা দিয়ে তারা নিজেদের জীবন চালিয়ে যাচ্ছেন।


তার কাছ থেকে যারা নানা জিনিস কিনে নিয়ে যান তারা বিনিময়ে টাকা না দিয়ে অন্য সামগ্রী দিয়ে যান। ফলে টাকাকে নিজের জীবন থেকে একেবারে বাদ দিয়েছেন শারন। তার এই কাজ দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। প্রথমে এই কাজটি অসম্ভব বলে মনে হলেও পরে তারা সবকিছু মানিয়ে নিয়েছেন। এখন তারা এতটাই আত্মবিশ্বাসীভাবে কাজ করেন যে সেখান থেকে তাদের কাজ করে আয় করার দরকার পড়ে না।