আজকাল ওয়েবডেস্ক: পুরনো প্রেম ভুলতে পারছেন না? বারে বারে মন চাইছে তাঁকে ফিরে পেতে? উপায় খুঁজে পাচ্ছেন না? চিন্তা নেই। লাগবে শুধু একটি ছবি আর ৩১ হাজার টাকা আর তাতেই কেল্লাফতে। নানা ধরনের আচার অনুষ্ঠান করেন পুরনো প্রেমকে ফিরিয়ে দেবেন জেমস। তাঁর দাবি, গত ২০ বছর ধরে তিনি এই সাধনা করে আসছেন। থাইল্যান্ডে তিনি ছাড়া আর কেউ এই কাজে পারদর্শী নন।

সিঙ্গাপুরেরর একটি দোকানে সম্প্রতি পুরনো প্রেম ফিরে পাওয়ার একটি বিজ্ঞাপন দেখা গিয়েছে। সেখানেই পরিষেবা দিচ্ছেন জেমস। পারিশ্রমিক মাত্র ৩৭০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩১ হাজার টাকা)। জেমসের দাবি, যে সকল গ্রাহকরা তাঁর পরিষেবা নিয়েছেন, তাঁদের সঙ্গীর একটি ছবি এবং যাবতীয় বিবরণ জানাতে হয়েছে তাঁকে। এর পরেই বিভিন্নি আচার-অনুষ্ঠান শুরু করেন তিনি। অনেক গ্রাহকের দাবি, জেমসের কথা শুনেই তাঁদের পরনো সম্পর্ক আবার জোড়া লেগেছে। শুধু তাই নয়, ভাল সময়ও কাটাচ্ছেন তাঁরা। 

স্থানীয়দের একাংশ এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, জেমস এ সব করে কুসংস্কার ছড়াচ্ছেন। জেমসের বেশিরভাগ খদ্দেরই চিনা নাগরিক।  সাম্প্রতিক সময়ে চিনে বেশ কিছু প্রেম জনিত প্রতারণার খবর সামনে এসেছএ। ২০২২ সালে শাংবাই পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, এক মহিলার জন্য 'কালা জাদু'র সাধনা করেছিলেন তাঁরা। এর জন্য ওই মহিলার কাছ থেকে দেড় লক্ষ টাকাও নেওয়া হয়েছিল।