আজকাল ওয়েবডেস্ক: শরীরে ক্ষত হলে অন্যদের তুলনায় সেরে যায় দ্রুত। এমন মানুষ কোথায় বসবাস করেন জানেন? সম্প্রতি মুক্তি পাওয়া এক চলচিত্রে এঁদের উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবেও কি রয়েছেন তাঁরা, যাঁদের ক্ষত সেরে যায় দ্রুত?

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে আলোচনা হয়েছে তাঁদের নিয়েই। তথ্য, হ্যাঁ, বাস্তবে রয়েছেন এমন মানুষ। যাঁরা সুস্থ হয়ে যান দ্রুততার সঙ্গে। এর প্রধান কারণ নাকি তাঁদের জিন এবং তাঁদের অবস্থান, প্রকৃতির কাছাকাছি থাকা।

তাঁরা থাকেন কোথায়? তথ্য, তাঁরা হলেন হিম্বা জনজাতি। আফ্রিকার হিম্বা জনজাতির মানুষের ত্বকের ক্ষমতা অন্যান্যদের থেকে অনেক বেশি। নিজেদের ত্বকে তাঁরা প্রাকৃতিক মলম ব্যবহার করেন, তার মধ্যে অন্যতম সেখানকার লাল মাটি। 

তাঁরা থাকেন কোথায়? জানা যায়, তাঁরা নামীবিয়ার উত্তর এলাকা এবং দক্ষিণের বেশকিছু জায়গায় থাকেন। এঁদের মূল জীবিকা পশুপালন বলেও জানা যায়। 

এছাড়াও রয়েছেন বাজউ সামুনা খাবারবদোশ সম্প্রদায়। এই সম্প্রদায়ের লোকেরা বেশি সময় পর্যন্ত জলে থাকেন। দীর্ঘ সময় জলে বসবাসের কারণেই নাকি তাঁদের ত্বকের মধ্যে এক অন্য ক্ষমতা রয়েছে।  তাঁরা তাঁদের সমুদ্র-কেন্দ্রীক জীবন যাপনের জন্য পরিচিত।