আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে ধর্মের গুরুত্ব প্রবল প্রাচীনকালে অনেক ধর্ম ছিল, কিন্তু খ্রিস্টধর্ম এবং ইসলামের উত্থানের পর অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে। বেশ কিছু ধর্মের অস্তিত্ব কার্যত বিপন্ন। তবুও, যদি আমরা একটি আনুমানিক পরিসংখ্যান বিশ্বাস করি, তাহলে বিশ্বজুড়ে ধর্মের সংখ্যা ৩০০-রও বেশি হবে। কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং ভুডু ধর্মে বিশ্বাসীর সংখ্যা প্রচুর। আপনি কি জানেন বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম কোনটি? 

চতুর্থ বৃহত্তম ধর্ম কোনটি?

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খ্রিস্টধর্ম অনুসরণ করে। তাদের সংখ্যা ৩১.৬ শতাংশ। এর পরেই মুসলিম সম্প্রদায়, যাদের সংখ্যা ২৫.৮ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হিন্দুধর্ম। বিশ্বে হিন্দুদের সংখ্যা প্রায় ১৫.১ শতাংশ। কিন্তু চতুর্থ বৃহত্তম ধর্ম কী? চতুর্থ স্থানে রয়েছে সেইসব মানুষ, যারা কোনও ধর্মেই বিশ্বাস করে না। জেনে অবাক হবেন যে এই ধরণের মানুষের সংখ্যা ১৪.৪ শতাংশ।

মানুষ প্রচুর পরিমাণে ধর্ম ত্যাগ করছে

এর পরে, পঞ্চম স্থানে যে ধর্মটি রয়েছে তা হল বৌদ্ধ ধর্ম। এই ধর্মের জনসংখ্যা ৬.৬ শতাংশ এবং তারপরে আসে ইহুদি ধর্ম যা ০.২ শতাংশ। 

এই তালিকাটি ২০২২ সালে বিশ্ব জনসংখ্যার ভিত্তিতে ধর্ম অনুসরণের নিরিখে তৈরি করা হয়েছে। এই গবেষণাটি এই সময়ে আলোচনায় রয়েছে, কারণ কিছুদিন আগে পিউ রিসার্চ সেন্টার এক সমীক্ষায় জানিয়েছে যে, বিশ্বে বিপুল সংখ্যক মানুষ ধর্ম পরিহার করছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে খ্রিস্টধর্ম।

স্পেন এবং ইতালিতে খ্রিস্টানদের সংখ্যা কমেছে

নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা, আমেরিকার মানুষ বিপুল হারে নিজেদের ধর্ম ত্যাগ করেছে। স্পেনের মতো দেশে খ্রিস্টানদের সংখ্যা কমে ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। বৌদ্ধরাও সারা বিশ্বে অস্তিত্ব সঙ্কটের মুখে দাঁড়িয়ে। ইতালিতেও ২০ শতাংশ মানুষ খ্রিস্টধর্ম ত্যাগ করেছে।