আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকেই আচমকা প্রবল বর্ষণ। তীব্র দাবদাহের পর তা স্বস্তির হলেও, টানা বর্ষণে বিপর্যস্ত টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল। গুয়াদালুপে নদীতে হড়পা বানে রবিবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে প্রাণ গিয়েছে অন্তত ৫০ জনের। ৪৫ মিনিটের মধ্যে আচমকা নদীর জলস্তর উঠে যায় প্রায় আট মিটার পর্যন্ত।
তাদের মধ্যে অন্তত ১৪জন শিশু। খোঁজ নেই বিস্তীর্ণ এলাকার বহু মানুষের। কেউ কেউ গাছে উঠে প্রাণ বাঁচিয়েছেন। উদ্ধারকার্য শুরু হয়েছে জোর কদমে।
হড়পা বানের কবলে বহু পরিবার। গুয়াদালুপে নদীর ধারে তাঁবু খাটিয়ে সামার ক্যাম্প করছিলেন বেশকয়েকজন পড়ুয়া। তাঁদের মধ্যে খঁজ নেই অন্তত ২৭ জনের। হাহাকার, অপেক্ষা, খোঁজ প্রিয়জনদের। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভেসে যাওয়া জামাকাপড়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ম্যাপেল সিরাপ এবং সসের বোতল, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা সামগ্রীর মাঝে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন অভিভাবকরা। খুঁজছেন কোথায় তাঁর সন্তান।
বারবার বলছেন, ‘আমার মেয়ে এখানেই ছিল। এখানেই।‘ বন্যার সময় প্রায় সাতশ পড়ুয়া ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
ক্যাম্প মিস্টিকের ডাইনিং হলের একটি দেওয়াল, একটি বড় কাঠের কেবিন, বন্যার জলের তীব্রতায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। যার ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে প্রায় ৩২ জন মারা যান।
