আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের দুই মহাকাশচারী, যাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নয় মাসেরও বেশি সময় ধরে আটকে ছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে নাসা।
বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসকে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে ফেরত আনা হবে। তাঁদের সঙ্গে আরও এক মার্কিন মহাকাশচারী এবং একজন রুশ মহাকাশচারী থাকবেন। রবিবার ভোরে ক্রু ড্রাগন মহাকাশযানটি ISS-এ পৌঁছায়।
উইলমোর ও উইলিয়ামস গত জুন থেকে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন, যখন থেকে তাঁরা বয়িং স্টারলাইনার মহাকাশযানে পরীক্ষামূলক যাত্রা করছিলেন। কিন্তু যানের প্রপালশন সিস্টেমে সমস্যার কারণে সেটিকে অনুপযুক্ত ঘোষণা করা হয়, এবং তা দিয়ে তাঁদের পৃথিবীতে ফেরানো সম্ভব হয়নি।
নাসা রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির কারণে মহাকাশচারীদের ফেরানোর সময়সূচি এগিয়ে আনা হয়েছে। তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে মহাসাগরে অবতরণের আশা করছে। এর আগে বুধবার ফেরানোর কথা ছিল।
হ্যাচ বন্ধ করার প্রস্তুতি সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে এবং পুরো যাত্রাটি সরাসরি সম্প্রচার করা হবে। উইলমোর ও উইলিয়ামসের জন্য এই যাত্রা দীর্ঘদিনের একটি কষ্টকর অভিজ্ঞতার অবসান ঘটাবে, যা শুরু হয়েছিল মাত্র কয়েকদিনের একটি মিশনের পরিকল্পনা দিয়ে।
তাঁদের এই দীর্ঘ সময় মহাকাশে কাটানোর ঘটনাটি প্রচুর সমবেদনা কুড়িয়েছে, কারণ তাঁরা পর্যাপ্ত পোশাক ও ব্যক্তিগত সামগ্রী সঙ্গে না নেওয়ায় সেগুলো পরবর্তীতে মহাকাশে পাঠাতে হয়েছে।
