আজকাল ওয়েবডেস্ক: সুনীতা ইউলিয়ামস এবং বুচ ওয়ালমোর, চলতি বছরের জুন মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন। নাসার ব্রোয়িং ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসেবে গিয়েছিলেন তাঁরা। ঠিক ছিল মাত্র কয়েকদিন সেখানে থাকবেন। কিন্তু কয়েকদিনের পরিকল্পনা যে কয়েক মাসে বদলে যাবে জানতেন না কেউই। 


প্রথমে নাসার তরফে জানানো হয়েছিল, প্রায় আটমাস মহাকাশে থাকার পর, আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন তাঁরা। সেদিকেই নজর ছিল সব পক্ষের। কিন্তু বুধবার নাসা জানাল, ফেব্রুয়ারি নয়, আরও পিছিয়ে গিয়েছে সুনীতাদের ফিরে আসা। নাসা জানিয়েছে, মনে করা যাচ্ছে, মার্চের শেষে দিকে পৃথিবীতে ফিরে আসতে পারবেন তাঁরা।

তাঁদের ফিরিয়ে আনতে কী পরিকল্পনা? আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে, আগামী বছরের অর্থাৎ ২০২৫ এর মার্চের শেষের দিকে চার সদস্যের ক্রিউ-১০ মিশন পাড়ি দেবে মহাকাশের পথে। তাতেই নিক হেগ এবং আলেকজান্ডার গর্বনভের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং বুচ। 

ইতিমধ্যেই মহাকাশে থাকার কারণে সুনীতার স্বাস্থ্যে অবনতি ঘটেছে বলেও জানা গিয়েছিল। আবার মহাকাশেই এবারও অন্যান্য বারের মতোই থ্যাঙ্কস গিভিং পালন করেছেন সুনীতা। এখন অপেক্ষা পৃথিবীতে ফিরে আসার।