আজকাল ওয়েবডেস্ক: বিগত বছর থেকেই মহাকাশে ভেসে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদেরকে কবে পৃথিবীকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই দিনক্ষণ প্রায় স্থির হয়ে গিয়েছে। এবার জোরকদমে কাজে নেমেছে নাসা।
 
 নাসার যে দলটি সুনীতাদের ফিরিয়ে নিয়ে আসার কাজ করছে তারা জানিয়েছে নতুন করে একটি রকেট তারা তৈরি করে ফেলেছে। সেটি করেই ফের পৃথিবীতে ফিরবেন সুনীতারা। মার্চ বা এপ্রিল মাসেই সুনীতারা পৃথিবীতে ফিরছেন এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে তার আগে আরও নিশ্চিত হতে চাইছে নাসা। তারা এর আগে যে মহাকাশযানটিতে করে সুনীতারা গিয়েছিলেন সেটিকে বিশেষভাবে পর্যালোচনা করছেন। কী কারণে সেটি এত দ্রুত খারাপ হয়ে গেল তা নিয়ে এখন চলছে জোর গবেষণা।
 
 ১২ মার্চ নতুন মহাকাশযানটি যাত্রা করবে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। নতুন যে মহাকাশযানটি যাবে সেটিতে যাতে কোনও ধরণের ত্রুটি না থাকে সেদিকে নজর দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন আগের মহাকাশযানটি করেই তারা সুনীতাদের ফিরিয়ে নিয়ে আসতে পারতেন। তবে সেটা কেন সম্ভব হল না সেটা তাদের কাছে নতুন চ্যালেঞ্জ। এখন সুনীতা এবং বুচকে সঠিকভাবে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসাই নাসার কাছে প্রধান চ্যালেঞ্জ। 
 
 মহাকাশ থেকে সুনীতা জানিয়েছিলেন তাদের সেখানে বিশেষ অসুবিধা হচ্ছে না। তবে এতদিন মহাকাশে থাকার পর তারা পৃথিবীতে হাটতে ভুলে যাবেন। বিষয়টি নিয়ে একদিকে যেখানে নাসাকে কটাক্ষ করা হয়েছে তেমনই নাসার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। তাই এবার যাতে আর সেই ঘটনা না হয় সেদিকে নজর রাখছে নাসা। তারা প্রতিট সময় নতুন মহাকাশযান নিয়ে গবেষণা করছেন যাতে এবার অতি দ্রুত এই দুজনকে মহাকাশ থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়। 
 
 এবারের নতুন বছর সুনীতারা মহাকাশে কাটিয়েছেন। পাশাপাশি স্পেসওয়াক করে তারা নতুন রেকর্ড তৈরি করেছেন। পৃথিবীর মাটিতে এসে সুনীতাদের যে খানিকটা সময় মানিয়ে নিতে লাগবে সেকথা তারা নিজেরাও জানে। নাসা সেই কাজকেই দ্রুত করার দিকে মন দিয়েছে। 
