আজকাল ওয়েবডেস্ক: প্রায় আটমাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এবার তাদের ঘরে ফেরার দিন ঘোষণা করেছে নাসা। তবে পৃথিবীর মাটিতে এসে বাড়তি অসুবিধার সামনে পড়তে হবে এই দুজনকে। তাদের কাছে প্রবল শত্রু হয়ে যাবে মহাকর্ষ শক্তি। এতদিন ধরে তারা যে মহাকাশে ভেসে ছিলেন সেখান থেকে তারা এবার সরাসরি পৃথিবীর মাটিতে ফিরবেন। তবে সেখানে তাদের দেহ বেশকিছু সমস্যার সামনে পড়ে যাবে।
 
 নাসার পক্ষ থেকে বপলা হয়েছে চলতি বছরের ১৯ মার্চ পৃথিবীতে ফিরবেন এই দুই মহাকাশচারী। একটি সাক্ষাৎকারে বুচ জানিয়েছেন, যেখানে তাদের দেহের ভর শূণ্য সেখানে তারা পৃথিবীতে এসে নতুন সমস্যার সামনে পড়বেন। পৃথিবীতে যারা বাস করেন তাদেরকে নিজের দিকে ধরে রাখে পৃথিবী। তবে এতগুলি মাস পর তারা যখন পৃথিবীতে ফিরবেন তখন তারা এই শক্তিকে মানিয়ে নিতে পারবেন না। তখন একটি পেন্সিলকে তুলতে কতটা বল প্রয়োগ করতে হবে সেটা নিয়ে তারাও চিন্তিত।
 
 অন্যদিকে সুনীতা জানিয়েছেন, যখন পৃথিবীতে কেউ বাস করে তখন সে মহাকাশের কথা কল্পনা করে থাকে। আর যখন মহাকাশে কেউ বাস করে তখন সে পৃথিবীর স্বপ্ন দেখে। তবে পৃথিবীর এই শক্তির সঙ্গে তাদের দুজনকেই যে বিরাট যুদ্ধ করতে হবে সেটা তাদের কথায় স্পষ্ট। 
 
 বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে নাসা। তারা জানিয়েছেন পৃথিবীতে ফেরার পর এই দুজনের জন্য একটি বিশেষ ঘরের ব্যবস্থা করা হবে। সেখানে তাদেরকে রাখা হবে। পরে ধীরে ধীরে পৃথিবীর শক্তির সঙ্গে তাদেরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। যদি এই প্রক্রিয়া করা যায় তাহলে তারা দুজনেই এই শত্রুর সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাবেন।
 
 স্পেসএক্সের সিইও  ইলন মাস্কের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উইলমোর এবং উইলিয়ামসকে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। তাদের মিশনের সমাপ্তির জন্য তিনি অনুরোধ জানান। যার সিদ্ধান্ত মূলত গত বছরই নেওয়া হয়েছিল।
 
 ট্রাম্পের আবেদনের পর, নাসা মহাকাশচারীদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিশ্চিত করে ফেলা হয়। যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল। স্টারলাইনার ক্রুদের তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার জন্য ক্রু-১০ ক্যাপসুল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
