আজকাল ওয়েবডেস্ক: বিগত সাত মাস থেকে মহাকাশে রয়েছেন সুনীতা উইলিয়ামস। সেখান থেকেই নিজের কাটিয়ে চলেছেন তিনি। চলতি বছরে তার নিজের গ্রহ পৃথিবীতে ফেরত আসার কথা থাকলেও সেটা কবে হবে তা নিয়ে এখনও কোনও দিন ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে একটি খবর সকলকে অবাক করে দিয়েছে।


সুনীতা উইলিয়ামস নাকি মনে করার চেষ্টা করছেন কীভাবে তিনি হাঁটবেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মহাকাশ থেকে পৃথিবীর একঝাঁক পডুয়ার প্রশ্নের উত্তরে সুনীতা জানিয়েছেন তিনি বহুদিন ধরে মহাকাশকে তার ঘর হিসাবে মনে করছেন। তবে সেখান থেকে তিনি যখন মাটিতে ফিরবেন তখন তিনি কীভাবে হাঁটবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। নিজেকে ভাল করে দেখে নিয়ে তিনি জানার চেষ্টা করছেন কীভাবে ফের তিনি পৃথিবীতে হাঁটবেন।

 


সুনীতা জানিয়েছেন পৃথিবীতে কীভাবে বসতে হবে বা কীভাবে হাঁটতে হবে তা নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন। এই বিষয়ে চিন্তা করতে গিয়ে তিনি ভালভাবে ঘুমোতে পর্যন্ত পারছেন না। তার সহকর্মী মহাকাশচারী বুচ ইউলমোরের পরিস্থিতি প্রায় একই। বিগত ১০ দিন ধরে তারা এই কাজটি মনে করার চেষ্টা করছেন।

 


স্টারলাইনার স্পেসক্রাফটে দীর্ঘ বহু মাস ধরে রয়েছেন এই দুজন। সেখান থেকে তারা যদি এবার পৃথিবীকে হঠাৎ করে ফেরত আসেন তাহলে সবার আগে তাদের যে সমস্যা তৈরি হবে সেটি হবে তাদের হাটাচলা। যদি সেই কাজটি তারা সঠিকভাবে করতে না পারেন তাহলে সেটা হবে অনেকটাই চাপের।


সুনীতা জানান তারা ভেবেছিলেন মহাকাশে তাদের হয়তো এক মাস থাকতে হবে। তবে সেখানে প্রায় সাতমাস হয়ে গিয়েছে। যদিও মহাকাশকে নিজের ঘর বানিয়ে বেশ আনন্দেই রয়েছেন সুনীতা এবং তার সহকারীরা। সেখান থেকেই তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে পৃথিবীর মাটিতে পা দিয়ে তারা হাঁটতে পারবেন কিনা তা নিয়ে খোদ তাদের মধ্যে তৈরি হয়েছে সংশয়।