আজকাল ওয়েবডেস্ক: মহাকাশ থেকেই বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তিনি সকলকে শুভেচ্ছা জানান। সুনীতা নিজের বার্তায় জানিয়েছেন, সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা। সকল প্রিয়জনের সঙ্গে বড়দিনের আনন্দে মেতে উঠুন। মহাকাশের বুকে তার সহকর্মীর সঙ্গে তিনিও বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। সেই ছবি তিনি নিজের এক্স হ্যান্ডেলেও দিয়েছেন।

 

?ref_src=twsrc%5Etfw">December 23, 2024

মহাকাশে এমনভাবে বড়দিন তিনি পালন করছেন যেখান থেকে তাকে দেখে বোঝাই যাচ্ছে না তিনি মহাকাশে ভেসে রয়েছেন। আগামী বছরেই হয়তো ফের পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস। এই সময়ে তিনি মহাকাশে নানা ধরণের শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে তিনি ভিডিও কলের মাধ্যমে সকলের সঙ্গে কথাও বলেন। তবে নেটিজেনরা সুনীতাকে নিয়ে চিন্তাপ্রকাশ করতে শুরু করেছেন। যেভাবে তিনি মহাকাশে নিজের দিন কাটিয়ে চলেছেন তাতে কবে তিনি ফিরবেন পৃথিবীতে তা নিয়ে কবে সদর্থক উত্তর দেবে নাসা। তারা সকলেই সেদিকে তাকিয়ে রয়েছেন।