আজকাল ওয়েবডেস্ক : মহাকাশে বসেই নিজের ৫৯তম জন্মদিন পালন করে ফেললেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বৃহস্পতিবার ৫৯ বছরে পা দিলেন তিনি। রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানেই পালন করেছেন জন্মদিন। নাসার দেওয়া বিশেষ কাজ করে জন্মদিন কেটেছে সুনীতার।

 

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বর্তমানে মহাকাশে আটকে রয়েছেন। সুনীতা তার তৃতীয় মহাকাশ মিশনের জন্য নাসার হয়ে মহাকাশে গিয়েছিলেন। সুনীতা বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন এবং বুচ উইলমোরকেও এই মহাকাশ মিশনে সুনীতার সঙ্গী হিসাবে পাঠানো হয়েছিল।

 

তাঁরা দুজনেই ৫ জুন মহাকাশ অভিযানে গিয়ে ৬ জুন মহাকাশে পৌঁছান। ১৩ জুন পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দুজনেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েছেন। বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযান ইতিমধ্যেই সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছে। 

 

ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোট দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছিলেন সুনীতা। তিনি নিজে এই ভোট নিয়ে যথেষ্ট উৎসাহী। তবে হয়তো সব ঠিক থাকলে এবার পৃথিবীতে বসেই নিজের জন্মদিন পালন করতেন সুনীতা। কিন্তু সেটা আর হল না।