আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে আরও অপেক্ষা করতে হবে। ১৯ মার্চ তারা ফিরতেন পৃথিবীতে যেটি এখনই হবে না। বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নাসা।


২০২৪ সালের জুন মাস থেকে মহাকাশে রয়ে গিয়েছেন এই দুই মহাকাশচারী। তাদের মহাকাশে থাকার কথা ছিল মাত্র ৮ দিন। তবে সেই সময় থেকে তারা পিছিয়ে গিয়েছেন বহু মাস। তাঁদের মহাকাশযানটি খারাপ হয়ে যাওয়ার ফলে তারা আর ফিরতে পারেননি। এরপর থেকে দুজনেই মহাকাশে রয়েছেন।

 


নাসা জানিয়ে দিয়েছে ১৪ মার্চ ফের একবার তারা মহাকাশে নিজেদের রকেট পৌঁছনোর চেষ্টা করবেন। যদি এই প্রচেষ্টা সফল হয়ে যায় তাহলে অনেকটা হাল্কা বোধ করবে নাসা। তবে যদি এই প্রচেষ্টা ফের বিফলে যায় তাহলে ফের মহাকাশেই থেকে যাবেন এই দুই মহাকাশচারী। তবে মহাকাশ স্টেশনকে একেবারে ফাঁকা করে রাখতে নারাজ নাসা। তাই সুনীতা এই বুচের বদলি হিসাবে তারা অ্যানি ম্যাকক্লেন, নিকোল আয়েস, টাকুয়া ওনিসি এবং কিরিস পেসকভকে মহাকাশ স্টেশনে পাঠাবে নাসা।

 


যে রকেট করে এই চার মহাকাশচারীর যাওয়ার কথা ছিল সেটিতেও ত্রুটি ধরা পড়ে। ফলে সেখান থেকে তাদের মহাকাশে যাওয়ার দিনটিও ক্রমে পিছিয়ে পড়েছে। তবে নাসা যে খুব বেশি দেরি করবে না সেকথা তারা জানিয়ে দিয়েছে। রকেট আকাশে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হলেই এই চারজন মহাকাশচারীকে নিয়ে উড়ে যাবে রকেট। তারপরই ঘরে ফিরবেন সুনীতারা।  

 


নাসার পক্ষ থেকে বলা হয়েছে স্পেস এক্সের সঙ্গে তারা যৌথভাবে কাজ করছেন। এই দুই প্রতিষ্ঠান আগামীদিনে মহাকাশে রাজত্ব করবে। সুনীতাদের নিয়ে যে ধরণের গুজব তৈরি হয়েছে তাকেও হেলায় হারিয়ে দিয়েছে নাসা। তারা মনে করছে সংবাদমাধ্যম যতই বলুক না কেন নাসা জানে কোন সময়ে কোন কাজটি তাদেরকে করতে হবে। সেইমতো তারা এই দুই মহাকাশকারীকে ফিরিয়ে নিয়ে আসা হবে। সেই কাজে বেশি দেরি আর হবে না।