আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। হাজার জল্পনা, সমস্ত বাধা কাটিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবতরণ করেছে ক্রু-১০। ক্রু-১০-এর পৌঁছে যাওয়ার অর্থই, দীর্ঘকাল মহাকাশে কাটানোর পর, এবার ঘরে ফিরবেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ।
 
 এই দুই মহাকাশচারীকে ফেরাতে শুক্রবার মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল স্পেসএক্স-এর ক্রু -১০। মহাকাশযানটিতে রয়েছেন চার মহাকাশচারী। অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জ্যাকসা (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) তাকুয়া ওনিশি এবং রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ। তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছেন বলেই খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। এরপর ক্রু-৯ অভিযানে যুক্ত মহাকাশচারীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন ক্রু-১০-এর মহাকাশচারীরা। সেই ক্রু-৯ মহাকাশচারীদের সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং বুচ। 
 
 সব ঠিক থাকলে তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন তাঁরা। হ্যাচ বন্ধ করার প্রস্তুতি সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে এবং পুরো যাত্রাটি সরাসরি সম্প্রচার করা হবে। 
তবে মাত্র কয়েকদিনের জন্য গিয়ে, যে দীর্ঘ সময় তাঁদের কাটাতে হল মহাকাশে, এই ‘ওভারটাইম’ করার জন্য, নাসাকে কত টাকা গুনতে হবে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান জানিয়েছেন, মহাকাশচারীরা মহাকাশে থাকার জন্য অতিরিক্ত বেতন পান না। তবে কোনও দুর্ঘটনায় মহাকাশচারীরা মহাকাশে আটকে গেলে, মাসিক বেতনের পাশাপাশি দৈনিক ভাতাও দেওয়া হয় তাঁদের।
