আজকাল ওয়েবডেস্ক: বেশ মজাদার। বাংলাদেশি সাংবাদিক রেদওয়ান আহমেদ শাওন ফুটপাতের একপাশে দাঁড়িয়ে তখন লাইভ সম্প্রচারে রিপোর্টিং করছেন। পথচারীরা নিজেদের কাজে ব্যস্ত। সকলেই দ্রুত গন্তব্য়ে পৌঁছতে মরিয়া। এর মাঝেই নজরে পড়ল এক অদ্ভূত ঘটনা। শাওনের কথা বলার মাঝেই একজন চশমা পরা পাঞ্জাবি পরিহিত লোক, কাঁধে ঝুলন্ত একটি ব্যাগ নিয়ে ফিরে তাকালেন সাংবাদিকের দিকে। তারপর যা ঘটল তা অপ্রত্যাশিত!

ওই অপরিচিত পথচারী প্রায় সাংবাদিক শাওনের পাশ দিয়ে চলে যাচ্চিলেন। কিন্তু হঠাৎ থেমে দাঁড়ালেন, পিছনে তাকালেন, কয়েক সেকেন্ড ভাবলেন। তারপর সাংবাদিক শাওনের জামার কলার ঠিক করে দিলেন। এরপর তিনি যথারীতি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন। নিজের কাজে অবিচল সাংবাদিকও। সাওন-ও টিভির জন্য রিপোর্টিং চালিয়ে গেলেন।

লাইভ টেলিভিশনে এই হৃদয়গ্রাহী মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায়। একটি পোস্ট শেয়ার করে সাংবাদিক শাওন লিখেছেন, "পুকি হুজুর"। যার অর্থ  "কিউট স্যার"।

 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

মন্তব্য বিভাগটি ইতিবাচক মন্ত্বব্যে পূর্ণ হয়ে গিয়েছে। বেশিরভাগই একজন অপরিচিত ব্যক্তির অন্যজনের প্রতি সরলতা এবং দয়ার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, "ভাই, কি সুন্দর মুহূর্ত! আমাদের চারপাশে এখনও অনেক বিনয়ী মানুষ আছেন। ঠিক যেমন এই একজন বড় ভাই।" আরেকজন লেখেন, "আমার এটা সত্যিই পছন্দ হয়েছে।"

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, "যে ভালো কাজ করেছে তাঁর সমালোচনা করা বোকামি।" কয়েকজন আবার লেখেন যে, "আমরা এমন বোকা সমাজে বাস করি যেখানে মানুষ যখন ভালো কিছু করে তখন তাকে উপহাস করা হয়।"