আজকাল ওয়েবডেস্ক:   শ্রীলঙ্কা ঘুরতে যাবেন বলে যারা মনে করছেন তাঁদের কাছে সুখবর। শ্রীলঙ্কা সরকার ভারত সহ ৩৫ টি দেশের জন্য ভিসা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই অফার থাকবে ছমাসের জন্য। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে এই সিদ্ধান্ত।

 

দ্বীপরাষ্ট্রে যাতে আরও বেশি পর্যটক আসতে পারে সেদিকে জোর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পর্যটন দপ্তরের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বাজারে যেসব দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী তাঁদেরকে এই বিশেষ ছাড় দেওয়া হবে। এই দেশগুলির তালিকায় চিন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, কানাডাও রয়েছে। এর পাশাপাশি সৌদি আরব, কাতারের নামও এই তালিকায় রয়েছে। এটিকে একটি পাইলট প্রোজেক্ট হিসাবে দেখছে শ্রীলঙ্কা সরকার।

 

 প্রসঙ্গত, শ্রীলঙ্কার পর্যটনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ভারত। বিভিন্ন দেশগুলি থেকে যে পর্যটকরা শ্রীলঙ্কায় যান তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। মোট পর্যটকদের ২৬ শতাংশই ভারতীয়। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির পাশাপাশি নিজেদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতেও শ্রীলঙ্কার এহেন পদক্ষেপ প্রশংসার যোগ্য।