আজকাল ওয়েবডেস্ক: যারা বিমানে ভ্রমণ করেন তারা অনেকেই অনেক নিয়ম জানেন না। কোন কোন জিনিস নিয়ে আপনি বিমানে ভ্রমণ করতে পারবেন, আর কোনটি পারবেন না। তাই আগে থেকেই এটা জেনে রাখা দরকার এই নিয়ে কোন নিয়ম রয়েছে। বিশেষত প্রচুর ভারতীয় যারা দুবাইতে যান তারা অতি অবশ্যই এই বদলে যাওয়া নিয়মগুলি জেনে নিন। নাহলে বিমানে উঠতে গিয়ে সমস্যার সামনে পড়ে যাবেন।

 

দুবাই যারা যাবেন তাদের জন্য বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন করা হয়েছে। সাধারণত যাত্রীরা বেশ কয়েকটি দরকারি সামগ্রী নিজেদের সঙ্গে বহন করে থাকেন। সেই তালিকায় ওষুধ একটি দরকারি সামগ্রী। তবে এবার থেকে কোনও ধরণের ওষুধ নিয়ে আর দুবাইগামী বিমানে ওঠা যাবে না। 


নতুন নিয়ম অনুসারে কোকেন, হেরোইন, গাঁজা নিয়ে বিমানে ওঠা যাবে না। 


কোনও ধরণের গাছের পাতা নিয়ে বিমানে ওঠা যাবে না। 


কোনও ধরণের খেলার সামগ্রী নিয়ে বিমানে ওঠা যাবে না।


কোনও ধরনের ছবি, বই, পাথর, মূর্তি নিয়ে বিমানে ওঠা যাবে না।


নকল নোট, ঘরে তৈরি খাবার, আমিষ জাতীয় খাবার নিয়ে বিমানে ওঠা যাবে না।


যদি দুবাইগামী বিমানে এই নিয়ম না মানা হয় তাহলে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর। শুধু জরিমানা নয়, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে আপনার বিরুদ্ধে। অন্য স্থানে ভ্রমণে এই নিয়মগুলি লাগু না হলেও দুবাইগামী বিমানে এই সমস্ত নিয়ম মেনে চলতেই হবে। নাহলে প্রবল সমস্যায় পড়বেন আপনি।