আজকাল ওয়েবডেস্ক: কেলগ কলেজে আর কিছুক্ষণ বাদেই ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে অক্সফোর্ডে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডরও। এদিন মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ইন্সিটিউট থেকে কেলগ কলেজে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে যোগ দেন সৌরভ। কেলগ কলেজের যে প্রেক্ষাগৃহে মমতার বক্তৃতা দেওয়ার কথা সেখানেও উপস্থিত থাকবেন সৌরভ। এর আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরেও গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
উল্লেখ্য, ভারতীয় সময় রাত ১১টা নাগাদ কেলগ কলেজের হলে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য হলে প্রবেশ অবাধ। কিন্তু আগে থেকে আসন সংরক্ষণ করতে হয়েছে। এদিনের পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য ইতিমধ্যেই হলে সব আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে। যাঁরা আসন সংরক্ষণ করতে পারেননি, তাঁদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও দু'টি হল। সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা।
অর্থাৎ ওই দুই হলে যাঁরা থাকবেন, বিশাল টিভি স্ক্রিনে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন তাঁরা, শুনতে পারবেন তাঁর কথা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাস লন্ডন থেকে অক্সফোর্ডের কেলগ কলেজের উদ্দেশে রওনা দেয়। বাসে মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন তাঁর এই সফরের সঙ্গীরা। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প সচিব বন্দনা যাদব, শিল্পপতি সত্যম রায়চৌধুরি, তরুণ ঝুনঝুনোয়ালা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, রুদ্র চ্যাটার্জি, মেহুল মোহাঙ্ক প্রমুখ।
