আজকাল ওয়েবডেস্ক: ১লা জুলাই থেকে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ। এমনই নির্দেশিকা জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। নিয়ম না মানলেই জরিমানা দিতে হবে কয়েক'শ ইউরো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৩ হাজার টাকা। 

শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, সমুদ্র সৈকত, খেলাধুলার মাঠ, স্কুলের বাইরের এলাকা এবং বিভিন্ন পরিবহন স্টপেজে প্রকাশ্যে ধূমপান করা যাবে না। 

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন আঞ্চলিক দৈনিক ওয়েস্ট-ফ্রান্সকে ঘোষণা করার সময় বলেন, "যেখানে শিশু আছে সেখানেই ধূমপান থেকে বিরত থাকতে হবে।" সিগারেটের ধোঁয়ার সংস্পর্শ থেকে শিশু, কিশোরদের রক্ষা করার জন্য সরকারের প্রতিশ্রুতিবদ্ধ। সে বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেছেন, "ঘরে বসে ধূমপান করুন। কিন্তু, যেখানে শিশুদের পরিষ্কার বাতাস শ্বাস নেওয়ার অধিকার আছে সেখানে কোনও মতেই ধূমপান করা যাবে না।"

ফরাসি মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন অনুসারে, ফরাসি জনসংখ্যার ২৩.১ শতাংশ দৈনিক ধূমপান করে। এটা রেকর্ড করা সর্বনিম্ন হার এবং ২০১৪ সালের পর থেকে পাঁচ পয়েন্টেরও বেশি হ্রাস পেয়েছে।

ফ্রান্সের জাতীয় ধূমপান বিরোধী কমিটি বলেছে যে, প্রতি বছর ৭৫,০০০ এরও বেশি ধূমপায়ী তামাকজনিত অসুস্থতায় মারা যায়। যা সে দেশে সব মৃত্যুর ১৩ শতাংশ।
 
২০০৮ সাল থেকে ফ্রান্সে রেস্তোরাঁ এবং নাইটক্লাবের মতো প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।