আজকাল ওয়েবডেস্ক: হাসিনা দেশ ত্যাগের পর, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন, বারবার দেশের জন্য বিপুল কাজ করার পর, বাংলাদেশের মানুষ যে অপমান করেছেন, তাতে তিনি হতাশ, দুঃখিত। আর কোনওদিন হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলেও জানিয়েছিলেন। অপর এক সাক্ষাৎকারে জয় এও বলেন, শুধু হাসিনা নয়, এই মুহূর্তে তাঁরও রাজনীতিতে ফেরার কোনও ভাবনা নেই। হাসিনা পুত্র সাফ বলেছিলেন, বারবার তাঁর পরিবারের উপর ক্যু হয়েছে, তিনবার পরিবারের সদস্যদের দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে হয়েছে। রাজনীতিতে আর ফিরবেন না বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা।

তবে বুধবার রাতেই, নিজের ফেসবুকে একটি পোস্ট করেন হাসিনা-পুত্র। একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করেন, আওয়ামি লিগ রয়েছে রাজনীতির ময়দানে। জয় বলেন, 'আওয়ামি লিগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরনো, গণতান্ত্রিক এবং বড় দল। আওয়ামি লিগ মরে যায়নি। এই দল বাংলাদেশকে স্বাধীন করেছে, এই দলকে শেষ করা সম্ভব নয়।' সঙ্গেই বলেন, 'আমি বলেছিলাম আমাদের পরিবার আর রাজনীতি করবে না। তবে যেভাবে নেতা- কর্মীদের উপর হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।' নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আওয়ামি লিগ ছাড়া তা সম্ভব নয় বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর পরিবার দলের নেতা-কর্মীদের সঙ্গে রয়েছেন বলেও আশ্বাস দেন জয়। 

এরপরেই, বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে হাসিনা পুত্র একটি সাক্ষাৎকার দেন বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, জয় জানান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই হাসিনা ফিরবেন সে দেশে। তবে তিনি রাজনীতিতে ফিরবেন কি না সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি।