আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার তাঁর ফাঁসির সাজা ঘোষণা করেছে।
বঙ্গবন্ধুর মেয়ের ফাঁসি, বাংলাদেশেই মানবতাবিরোধী অপরাধে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা দায়ের হয়েছিল। সোমবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করল। এই রায় ছিল মোট ৪৫৩ পাতার। রায়ের মোট ছ'টি অংশ ছিল। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের শেষ অংশ পড়ে শোনান। হাসিনার সঙ্গেই, এই মামলা আরও দু'জনের বিরুদ্ধে। তাঁরা হলেন, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত বছর আগস্টের শুরুতেই, প্রবল বিদ্রোহের মাঝেই, প্রাণ বাঁচিয়ে ভারতে চলে আসেন হাসিনা। হাসিনা বাংলাদেশ ছাড়তেই, প্রথমে সোনার বাংলা যায় সেনার হাতে। তারপর গঠিত হয় অন্তবর্তী সরকার। তখন থেকে হাসিনা ভারতেই। ভারতে রয়েছেন আসাদুজ্জামানও। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকে, তরান্বিত করে হাসিনার বিরুদ্ধে মামলা।
রায় ঘোষণার আগে থেকেই দফায় দফায় উত্তাল হয়েছে বাংলা। আবার ঢাকা-সহ একাধিক জায়গায় রায় ঘোষণা সরাসরি সম্প্রচারের জন্য বড় স্ক্রি্ন লাগানো হয়েছিল। বহু পড়ুয়ারা সেখানে জড়ো হয়েছেন। সকাল থেকেই একদিকে উৎকণ্ঠা, অপেক্ষা, আশঙ্কা, উত্তেজনা, ওপার বাংলার নানা ছবি ফুটে উঠেছে। একদিকে যখন হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের অংশ পড়া হচ্ছে, ঠিক তখনই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যায় বিক্ষোভকারীরা। দু'টি এক্সকাভেটর নিয়ে যাওয়া হয়।

এদিন রায় পড়ার সময়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে দোষী ঘোষণা করে। বিচারপতি জানিয়ে দেন, ট্রাইবুনালের আইন অনুযায়ী তাঁরা শাস্তির যোগ্য। রায় পাঠের সময়, বিচারপতি জানান, হাসিনা-সহ তিন অপরাধীর বিরুদ্ধে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। যে সংখ্যা নেহাত কম নয়। আন্তর্জাতিক ট্রাইবুনাল হাসিনাকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করে। তারপরেই ঘোষণা করা হয় রায়। জানিয়ে দেওয়া হল, মুজিব কন্যার মৃত্যদণ্ডের রায়। রায় ঘোষণার পরেই, আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়ে।
তবে, রায় ঘোষণার আগেই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, 'আই ডোন্ট কেয়ার।' সঙ্গেই তাঁর বার্তা, 'আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই জীবন নেবেন।' সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে সমর্থকদের উদ্দেশে এক অডিও বার্তায় আওয়ামী লিগ নেত্রী বলেছেন, নোবেল জয়ী মহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাঁর দলকে শেষ করে দিতে চায়। সঙ্গেই তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, 'এটা এত সহজ নয়, আওয়ামী লিগ তৃণমূল স্তর থেকে উঠে এসেছে, ক্ষমতা দখলকারীর পকেট থেকে নয়।'
ওই বার্তাতেই তিনি কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়ে বলেন, 'ওরা রায় দিক। আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তা কেড়ে নেবেন, কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি আমার বাবা-মা, ভাইবোনদের হারিয়েছি এবং আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে।'
গণভবন লুট নিয়েও হাসিনা বার্তা দিয়েছেন এদিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, 'গণভবন আমার সম্পত্তি নয়, এটি সরকারি সম্পত্তি। তারা বলছে এটি একটি বিপ্লব। গুন্ডা এবং সন্ত্রাসীরা বিপ্লব আনতে পারে না।'
