আজকাল ওয়েবডেস্ক: সস্ত্রীক হোটেলে উঠেছিলেন। লক্ষ্য ছিল সময় কাটানো। কিন্তু তার মাঝেই যা ঘটে গেল ব্যক্তির সঙ্গে, জানলে অবাক হবেন আপনিও। ক্ষুব্ধ ব্যক্তির স্ত্রী অভিযোগ দায়ের  করেছেন হোটেলের বিরুদ্ধে।

 

ঘটনা কী? জানা গিয়েছে, লাস ভেগাসের ওই হোটেলে সস্ত্রীক গিয়েছিলেন মাইকেল ফারাচি। সেখানেই ঘটে বিপত্তি। অভিযোগ, ওই হোটেলে আচমকাই তাঁর গোপনাঙ্গে কাঁকড়াবিছা কামড় বসায়। অভিযোগ, হোটেলের বিছানাতেই ছিল ওই বিষাক্ত কাঁকড়াবিছা। ৬২ বছরের মাইকেল তাঁর অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, আচমকা ছুরি কিংবা কাঁচের মতো ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মতো অনুভব করেন তিনি। দেখেন বিছানায় কাঁকড়াবিছা। সঙ্গে সঙ্গে ওই কাঁকড়াবিছার ছবিও তুলে রাখেন তিনি। গোটা ঘটনায় রীতিমত আতঙ্কে মাইকেল।

 

তাঁর স্ত্রী জানিয়েছেন জানিয়েছেন, ঘটনায় পিটিএসডির শিকার তিনি। হোটেলের নামে মামলা দায়েরের সময় সাফ জানানো হয়েছে, এই ঘটনায় বরবাদ তাঁর যৌন জীবন। তিনি অভিযোগ করেছেন, শুধু হোটেলের ঘরেই বিষাক্ত কাঁকড়াবিছার উপস্থিতি নয়, ঘটনার পরে হোটেলের কর্মীরা তাঁর কাছে  বিবরণ শুনে তাঁর উপর হাসাহাসি করেন।