আজকাল ওয়েবডেস্ক: পৃথিবী থেকে সেই কোনকালে হারিয়ে গিয়েছে ডাইনো যুগ। তবে তাদের হারিয়ে যাওয়া আজও রহস্য তৈরি করে বিজ্ঞানীদের মনে।


এটা মনে করা হয় পৃথিবীতে হঠাৎ করে আছড়ে পড়ে একটি গ্রহাণু। তার তাপে ঝলসে যায় পৃথিবীর দেহ। সেখান থেকেই ধ্বংস হয়ে যায় ডাইনোরা। তবে নতুন তথ্য থেকে জানা গিয়েছে এমন একটি সময়ে যে পড়তে হবে সেটা একেবারে জানতে পারেননি ডাইনোরা। তাদের বংশ কিন্তু গ্রহাণু আছড়ে পড়ার আগে পর্যন্ত বেশ সমৃদ্ধ ছিল।


মনে করা হচ্ছে পৃথিবী থেকে ৬৬ মিলিয়ন বছর আগে হারিয়ে গিয়েছে ডাইনোরা। তবে সম্প্রতি তাদের নতুন ফসিল থেকে মিলেছে অন্য একটি তথ্য। যেভাবে অতি দ্রুত তারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল তাতে হঠাৎ করে তাদের দোষ ছিল না। সংখ্যায় বেশি হলেও তারা নিজেদের মতো করে এলাকা বেছে থাকতে শিখে গিয়েছিল।

 


লন্ডন কলেজের একজন প্রফেসর ক্রিস্টোফার ডিন মনে করেন তাদের কাছে ৮ হাজার বছর আগের একটি ফসিল রয়েছে। সেখান থেকে মনে করা হয় ডাইনোরা ৮৪ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে নর্থ আমেরিকাতে রাজত্ব করত। তবে তাদের ফসিল যেভাবে অক্ষত অবস্থায় মিলেছে তাতে বোঝা যায় তারা ধ্বংস হওয়ার সময়তেও যথেষ্ট শক্তিশালী ছিল। তাদের পাওয়া হাড় তারই প্রমাণ দিয়েছে।

 


তবে যেভাবে ডাইনোদের ফসিল মিলেছে তা থেকে দেখা যায় অতি শক্তিশালী হয়েই ডাইনো যুগের অবসান হয়েছিল। পৃথিবীর বিবর্তনের এই ইতিহাসই অবাক করেছে বিজ্ঞানীদের। তারা মনে করছেন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণীরাই শক্তিশালী থেকেই নিজেদেরকে হারিয়ে ফেলেছে। আর এটি যদি বিবর্তনের একটি বিরাট ইতিহাস হয়ে থাকে তাহলে সেখান থেকে দেখা যায় হয়তো মানবসভ্যতা যখন পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে তখন তারাও শক্তিশালী থেকেই নিজেদের যুগকে শেষ করবে। 

 


বিবর্তনের নিয়ম যে সকলকেই মানতে হবে সেটা একবাক্যে মেনে নিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন শক্তিশালী থেকেই পৃথিবী থেকে বিদায় নেবে প্রতিটি প্রজাতি। সেই তালিকায় মানুষরাও থাকবে। এবার সেই চরম দিনের অপেক্ষায় সকলেই।