আজকাল ওয়েবডেস্ক: পর্বতারোহীদের অনেক সময় বহু প্রতিকূলতার সামনে পড়তে হয়। সেখান থেকে তারা নিজেরাই বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। আর এবার ১৮ বছরের এক তরুণ পর্বতারোহীর প্রাণ বাঁচাল টুথপেস্ট।


দক্ষিণ চিনের বরফের পাহাড়ে গিয়েছিলেন ১৮ বছরের তরুণ পর্বতারোহী। সেখানে গিয়েই বিরাট বিপদের মধ্যে পড়ে যায় সে। ৮ ফেব্রুয়ারি নিজের যাত্রা শুরু করলেও সেখান থেকে যত উপরের দিকে উঠতে শুরু করে ততই সে প্রতিকূল আবহাওয়ার সামনে পড়ে যায়। প্রায় ২৫০০ মিটার উচ্চতায় উঠে যায় সে। সেখান থেকে নিচের দিকে নামাই তখন বিরাট চ্যালেঞ্জ হয়ে যায় তার কাছে।


খারাপ আবহাওয়ার কারণে সেখানে এই পর্বতারোহী ১০ দিন ধরে আটকে থাকে। তার কাছে কোনও খাবার সেই সময় ছিল না। কাউকে সে নিজের সহায়তার জন্য ডাকতে পারেনি। তার কাছে তখন ছিল নদীর জল, বরফের টুকরো এবং টুথপেস্ট। তাকেই সম্বল করে টানা ১০ দিন ধরে পাহাড়ের উপরে খারাপ আবহাওয়াতে নিজেকে বাঁচিয়ে রাখে সে। তার ডান হাত মারাত্বকভাবে জখম হয়। একটি বড় পাথরের ধারে নিজেকে এই ১০ দিন ধরে লুকিয়ে রাখে তরুণ পর্বতারোহী।

 


আবহাওয়া খানিকটা সঠিক হলে তাঁর খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। এরপর ১৭ ফেব্রুয়ারি ধোঁয়া বের হতে দেখে সে চিৎকার করে তাঁদেরকে ডাকে। এরপর তাঁকে পাহাড় থেকে উদ্ধার করা হয়। যেভাবে এই ১০ দিন ধরে টুথপেস্ট খেয়ে সে বেঁচে ছিল সেই কাহিনী শুনে এখন সকলে হতবাক। 

 


চিনের অন্যতম চ্যালেঞ্জিং পাহাড় তাইবাইতে চড়েছিল এই তরুণ পর্বতারোহী। এই পথে এর আগে ৫০ জন পর্বতারোহী হারিয়ে গিয়েছিলেন। তাদের বেশিরভাগের আর খোঁজ পাওয়া যায়নি। এবার এই পথটিকে চিরতরে বন্ধ করার কথা চিন্তাভাবনা করে চিনা প্রশাসন।


তবে তারপরও এই রোমহর্ষক পাহাড়ের হাতছানি অনেক পর্বতারোহী এড়িয়ে যেতে পারেন না। লুকিয়ে এই কাজ করতে গিয়ে বিরাট সমস্যায় পড়ে গিয়েছিলেন এই তরুণ। তবে কপাল জোরে প্রাণ বাঁচল এই পর্বতারোহীর।