আজকাল ওয়েবডেস্ক: জীবনের প্রতিটি কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে প্লাস্টিকের ব্যবহার। সেখানে দোকান থেকে শুরু করে নামী হোটেলের খাবার সবেতেই থাকে প্লাস্টিকের ব্যবহার। অনলাইন থেকে শুরু করে অফলাইন সবেতেই নিজের রাজত্ব দেখাচ্ছে প্লাস্টিক। এর থেকে মুক্তি পাওয়া অতি কষ্টকর। তবে অসাধ্য নয়।
প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়ার অর্থ হল এর বিকল্প হিসাবে অন্য কিছুকে বেছে নেওয়া। সেখানে পাটের ব্যাগ থেকে শুরু করে কাপড়ের ব্যাগকে সামনে নিয়ে আসতে হবে। তবে একটা কথা সকলের মনে রাখা দরকার। এগুলি সবই কিন্তু যথেষ্ট দামী। ফলে যেখানে কম পয়সা দিয়ে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় সেখানে বেশি দাম দিয়ে এই ধরণের ব্যাগকে নিয়ে আসা সহজ নয়।
যদি এই ধরণের বিকল্প তৈরি করতে হয় তাহলে সকলকে তার দামের দিকে নজর রাখতে হবে। তাহলেই সেখান থেকে সমাজকে প্লাস্টিক মুক্ত করা যাবে। তবে সেখানে মনে রাখতে হবে এই কাজের সঙ্গে বহু মানুষ জড়িয়ে রয়েছে। তাদের বিকল্প আয়ের ব্যবস্থাও করতে হবে।
প্লাস্টিকের ব্যবহার এমনভাবে করতে হবে যেখানে তাকে নিয়ে খুব একটা বেগ না পেতে হয়। যে কণা দিয়ে প্লাস্টিক তৈরি হয়ে থাকে সেখানে ক্ষতিকারক পদার্থ থাকে। এটা সকলের দেহের পক্ষে ক্ষতিকর তো বটেই। পাশাপাশি একে নষ্ট করার থেকে কঠিন কাজ কিছুই থাকে না।
বর্তমানে বিশ্বের বহু দেশ প্লাস্টিকের ব্যাগগুলিকে একটি মোটাভাবে তৈরি করে তাকে কাজে লাগানোর কাজ করছে। তবে সেখানেও দেখা গিয়েছে সেই ব্যাগ ব্যবহারের পর যে ভোগান্তি তৈরি করেছে যে তাকে সামলাতে সকলে হিমসিম খেয়েছে। তাই মোটা ব্যাগ তৈরি করার তুলনায় সকলে প্লাস্টিকের ব্যাগকে বর্জনকেই বেশি সুবিধার বলে মনে করছেন।
এমন অবস্থা থেকে সকলকে বের করে আনতে হলে সবার আগে দরকার সঠিক পরিকাঠামো। কাপড়ের ব্যাগ থেকে সেই অবস্থা শুধরাতে পারে। তবে সেখানে কাপড়ের ব্যাগকেও হতে হবে অনেক কম দামের। তাহলেই মানুষ প্লাস্টিককে বর্জন করবেন।
