আজকাল ওয়েবডেস্ক: মহাজাগতিক দৃশ্য দেখবে গোটা বিশ্ব। চলতি মাসের ২৫ এপ্রিল মহাকাশে দেখা যাবে স্মাইলি ফেস। সেদিন শুক্রবার।
আকাশের বুকে সেদিন সাময়িক সময়ের জন্য দেখা যাবে স্মাইলি ফেস। আমার আপনার ফোনের স্মাইলি ফেসের মতোই দেখা যাবে এই ছবিকে। বিরল এই দৃশ্যটি দেখা যাবে কিছু সময়ের জন্যেই। তবে এই ছবি দেখা যাবে বিশ্বের যেকোনও প্রান্ত থেকেই।
তবে কীভাবে তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। সেদিন এমনভাবে শুক্র এবং শনি নিজের কক্ষপথে চলে আসবে যে তারা ঠিক চাঁদের মাথার ওপরে থাকবে। ফলে এই দুটি গ্রহকে চোখের মতো দেখা যাবে। পাশাপাশি চাঁদ সেদিন পুরোপুরি দৃশ্যমান হবে না। তাই দেখে মনে হবে আকাশের স্মাইলি।
মহাকাশের দুই গ্রহ এবং একটি উপগ্রহ মিলে এই বিরল দৃশ্য তৈরি করবে। তারা এমন রেখায় চলে আসবে যে সেখান থেকে এই ছবি তৈরি হবে। যারা এই ছবি দেখতে চান তাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি মাসের ২৫ এপ্রিল আকাশে তৈরি হবে এই ছবি। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন মহাকাশে ত্রিকোণ তৈরি হবে যার ফলে এই ছবি তৈরি হবে। রাতের আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে অতি সহজেই যে কেউ দেখতে পারেন এই ছবি।
এই ছবিতে শুক্র ওপরের দিকে থাকবে এবং শনি গ্রহ নিচের দিকে থাকবে। এই ছবি এর আগে কবে দেখা গিয়েছিল তা স্পষ্ট করে বলতে পারছে না নাসা। ফের কবে এই দৃশ্য দেখা যাবে সেটিও তারা বলতে পারছেন না। আকাশের পূর্ব দিকে নজর দিলেই এই ছবি দেখা যাবে। সেদিন ভোরের দিকেই এই ছবির দেখা মিলবে।
আকাশে সূর্য ওঠার একঘন্টা আগে দেখা যাবে এই ছবি। সূর্য উঠে গেলে আর দেখা যাবে না। এর মেয়াদ হবে তাই মাত্র একঘন্টা। শুক্র এবং শনি গ্রহকে অনেক উজ্জ্বল হিসেবে দেখা যাবে। তবে হাতে যদি টেলিস্কোপ থাকে তাহলে এই ছবি আরও স্পষ্ট হবে।
