আজকাল ওয়েবডেস্ক: হারিয়ে যাওয়ার এতগুলি বছর পর যখন কোনও প্রাণী ফের পৃথিবীতে ফিরে আসে তখন তাকে নিয়ে তৈরি হয় বিরাট উন্মাদনা। এবার সেই তালিকায় উঠে এল একটি ব্যাঙ।


ফিলিপিন্স দ্বীপ থেকে সম্প্রতি একটি বিরল ব্যাঙের খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে এই ব্যাঙটি বহুযুগ পর ফের পৃথিবীতে ফিরে এসেছে। তাহলে এতদিন ধরে সে কোথায় ছিল। সেবিষয়ে কোনও সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। তবে গবেষকরা মনে করছেন জাদুঘরে রাখা ১৩০ বছর আগের একটি ব্যাঙের ফসিলের সঙ্গে এই ব্যাঙের মিল পাওয়া গিয়েছে। তাহলে কী এতগুলি বছর পর ফের ফিরে এল এই ব্যাঙ।

 


জীবন্ত যে ব্যাঙটি পাওয়া গিয়েছে সেটিকে নিয়ে এবার গবেষণা করছেন সকলে। মনে করা হচ্ছে এই ধরণের আরও ব্যাঙ রয়েছে। তবে সবগুলিকে নিয়ে গবেষণার পথে যাচ্ছেন না কেউ। তাহলে এদের ফিরে আসার রহস্য অধরা থাকতে পারে। মনে করা হচ্ছে ১৩০ বছর আগে যে ব্যাঙ ছিল তারা আকারে বড় ছিল। তাদের দেহের জোর ছিল সকলের থেকে বেশি। তবে কালের নিয়মে তারা হারিয়ে যায়। বিভিন্ন ধরণের সাপ, পেঁচার খোরাক হয়ে তারা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে নতুন প্রজাতির যে ব্যাঙের দেখা মিলেছে তাকে দেখতে অনেকটা একরকম। এরা অন্য ব্যাঙদের তুলনায় অনেকটা আলাদা। নিজেদের দেহে বিশেষ বিষও রেখেছে এরা।

 


গবেষকরা মনে করছেন যেভাবে পৃথিবীকে বহু প্রাণী হারিয়ে গিয়েছে তারা ফের ফিরছে। এটি একটি ভাল দিক। তবে আরেকদল বিজ্ঞানী মনে করছে এর সঙ্গে খারাপ ইঙ্গিত রয়েছে। কেন এতগুলি বছর পর এই লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের দেখা মিলল তাতে রয়েছে অশনি সঙ্কেত।

 


১৩০ বছর এরা কোথায় নিজেদের লুকিয়ে রেখেছিল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সেখান থেকে যদি ফের এদের দেখা মিলতে পারে তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বহু প্রাচীন প্রাণীদেরও দেখা মিলতে পারে। সেই আশঙ্কাই এখন বিজ্ঞানীদের মনে।