আজকাল ওয়েবডেস্ক: জলস্তর বাড়ছে প্রশান্ত মহাসাগরের। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অরগনাইজেশন ইতিমধ্যেই জারি করেছে সতর্কতা। ১৯৯০ সালের পর থেকেই সমুদ্রতীরকে ধীরে ধীরে নিজের গ্রাসে পরিণত করছে প্রশান্ত মহাসাগর। সমীক্ষা থেকে এটাও জানা গিয়েছে বিগত ৩০ বছরে প্রশান্ত মহাসাগরের জল ১৫ সেন্টিমিটার বেড়েছে।

 

 জাতিসংঘের প্রধান অ্যান্তেনিও গুতেরাস জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের এই জলস্তর বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামীদিনে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন সমুদ্রতীরের দেশগুলি বিশাল বিপদে পড়বে। প্রতিবছরই প্রশান্ত মহাসাগরের জল ০.০২ শতাংশ করে বাড়ছে। আরও চিন্তার বিষয় হয় প্রশান্ত মহাসাগরের ধারেকাছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। ফলে আগামীদিনে এগুলিও বাড়তি মাথাব্যাথার কারণ হয়ে উঠবে।

 

 একটি বিশেষ সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রশান্ত মহাসাগরের জল বিগত ৩০ বছরে ১৫ সেন্টিমিটার পর্যন্ত উঠে এসেছে। যেভাবে প্রশান্ত মহাসাগরের জলের জোয়ার ভাটা পরিবর্তন হচ্ছে তাতে আগামীদিনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করে রয়েছে।

 

তবে সবথেকে বেশি চিন্তার কারণ হল প্রশান্ত মহাসাগরের ধারে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। সেখানে বহু মানুষ বসবাস করেন। তাঁরাও যে আগামীদিনে এই সমস্যার সামনে আসবেন সেকথা বলাই যায়। বিজ্ঞানীদের চিন্তা এই জলস্তর বৃদ্ধির ফলে বেশ কয়েকটি দ্বীপ জলের তলায় ডুবে যাবে।