আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ৯ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। তালিবান সরকারকে উদ্ধৃত করে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই খবর জানিয়েছে আল জাজিরা।

তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে বিমান হামলা চালায় পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, 'পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।'

জবিউল্লাহ মুজাহিদের দাবি অনুসারে, হামলায় নিহত ৯ শিশুর মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে বলে জানান আফগান মুখপাত্র। এই হামলায় অন্তত চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও কোনওরকম আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

পাঁচ দিনের সফরে ভারতের এসেছেন আফগান মন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি। এদিকে, সোমবারই পাকিস্তানের পেশাওয়ারে এক ভয়াবহ হামলা হয়েছে। পেশাওয়ারে প্যারামিলিটারি ফোর্সের হেডকোয়ার্টারে আত্মঘাতী হানায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা হল। যা পাকিস্তানের কাজ বলে দাবি আফগানিস্তানের তালিবান সরকারের।