আজকাল ওয়েবডেস্ক: অতিমারি নিয়ে ফের সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানিয়েছেন, পরবর্তী অতিমারি আসবেই কি সেটা বিচার্য বিষয় নয়, বরং কখন আসবে সেটাই বিষয়। এটি ২০ বছর পরেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে। কিন্তু এর আগমন অনিবার্য। তাঁর এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

হু-এর বৈঠকে তাঁর বক্তব্যে জোর দিয়ে তিনি বলেন, "বিশ্বে পরবর্তী অতমারি কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা নয়। বরং এটি বৈজ্ঞানিক দিক থেকে অনিবার্য। অতএব, দেশগুলিকে অবিলম্বে এই আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি থাকতে হবে।"

গেব্রিয়েসাস উল্লেখ করেন যে, বিভিন্ন দেশের সরকার বর্তমানে অতিমারির হুমকিকে উপেক্ষা করে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সঙ্কটের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত। বিশ্ব যখন যুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে, তখন জনগণ এবং সরকার উভয়ই কোভিডকে অতীত হিসেবে ধরে নিয়েছে। তবে, তিনি জোর দিয়ে বলেন যে, পরবর্তী অতিমারি এই সমস্যাগুলির সমাধানের জন্য অপেক্ষা করবে না। এটি যেকোনও সময় আঘাত হানতে পারে।

গেব্রিয়েসাস কোভিড-১৯ অতিমারির ধ্বংসাত্মক প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কোভিডকালে আনুষ্ঠানিকভাবে ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। যদিও হু-র অনুমান, প্রকৃত সংখ্যাটি ২০ কোটিরও বেশি। বিশ্ব অর্থনীতিও সমানভাবে প্রভাবিত হয়েছিল। বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ ট্রিলিয়ন ডলার। এই বিশাল ধ্বংসযজ্ঞ বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এমন একটি বিষয়ে সরকারকে বিলম্ব না করে অগ্রাধিকার দিতে হবে।

তাঁর মতে পরবর্তী প্রাদুর্ভাবের পূর্বেই একটি অতিমারি চুক্তির প্রয়োজন। এই ধরনের চুক্তি বিশ্বব্যাপী সরকারগুলিকে মহামারি জন্য প্রস্তুতি এবং মোকাবিলার জন্য একে অপরকে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করবে। তিনি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধ, সুরক্ষা, প্রস্তুতি, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামোর আহ্বান জানান। এই চুক্তির মাধ্যমে জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকল জাতির জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত।

গেব্রিয়েসাস জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে একটি সর্বজনীন চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের তিনি গত সাড়ে তিন বছরে যে অগ্রগতি হয়েছে তার কথা স্মরণ করিয়ে দেন এবং চুক্তিটি চূড়ান্ত করার জন্য উৎসাহিত করেন।