আজকাল ওয়েবডেস্ক: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একথা জানার পরেও, দিনে দিনে এর চাহিদা বাড়ছে বই কমছে না, পরিসংখ্যান তেমনটাই। তবে এই ধূমপানের পরোক্ষ ক্ষতি কমাতে এবার বড় উদ্যোগ এই দেশের।
নয়া নিয়ম আনছে ফ্রান্স সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফ্রান্স সরকার জানিয়েছে পাবলিক এলাকায়, যেসব জায়গায় শিশুরা ঘন ঘন যাতায়াত করতে পারে, যেমন সমুদ্র সৈকত, পার্ক, বাস স্টপ এবং খেলাধুলার স্থান সেখানে প্রকাশ্যে আর ধূমপান করা যাবে না। শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিতেই এই বড় পদক্ষেপ।
জানা গিয়েছে, ১ জুলাই থেকে, অর্থাৎ আগামী মাসের একেবারে শুরু থেকেই সর্বসমক্ষে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে। নিয়ম ভাঙলে জরিমানা হতে পারে ১৩ হাজার টাকা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন একথা জানিয়েছেন। এই সিদ্ধান্ত গ্রহণের পিছনের কারণ হিসেবে তাঁর সাফ বক্তব্য, শিশুদের পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার রয়েছে। তাই দেশ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কোন কোন জায়গায় জনসমক্ষে ধূমপান করা যাবে না, সেকথা যেমন সরকারের তরফে জানানো হয়েছে, সঙ্গেই জানানো হয়েছে ক্যাফে টেরেসগুলি নতুন নিয়মের আওতায় থাকবে না এবং ইলেকট্রনিক সিগারেটও বাদ থাকবে।
ফ্রান্স মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশনের মতে, সে দেশের জনসংখ্যার ২৩.১ শতাংশ মানুষ দৈনিক ধূমপান করেন। যদিও সংখ্যাটা গত বছরগুলির তুলনায় অনেকটাই কম বলে তথ্য। ফ্রান্সের জাতীয় ধূমপান বিরোধী কমিটি জানিয়েছে যে প্রতি বছর ৭৫,০০০ এরও বেশি ধূমপায়ী তামাকজনিত অসুস্থতায় মারা যান, যা মোট মৃত্যুর ১৩ শতাংশ। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ফ্রান্সে রেস্তোরাঁ এবং নাইটক্লাবের মতো জায়গাগুলিতে ধুমপান নিষিদ্ধ করা হয়েছে।
