আজকাল ওয়েবডেস্ক: জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষী রিও তাতসুকি আবারও এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে আতঙ্কের সঞ্চার করেছেন দেশজুড়ে। তাতসুকি ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই মাসে জাপানে আছড়ে পড়তে চলেছে একটি মেগা সুনামি। যার প্রভাবে ছারখার হয়ে যাবে দেশের একাধিক অঞ্চল। এই ভয়াবহ পূর্বাভাস ঘিরে বড়সড় ধাক্কা খেয়েছে জাপানের পর্যটন বিভাগ।

বিভিন্ন দেশের পর্যটকরা তাঁদের জাপান ট্যুর বাতিল করে দিচেছেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, হংকং থেকে জাপানগামী একাধিক বিমানে টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং ৮৩ শতাংশ কমে গেছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে ৫০% বুকিং বাতিল হয়েছে। তাতসুকির এই ভবিষ্যদ্বাণী নতুন নয়। তিনি আগেও কিছু ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে অনেকেই তার এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

তবে জাপান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে যেন তারা গুজবে কান না দেন’। উল্লেখযোগ্যভাবে, কিছু ভূতাত্ত্বিক বিশেষজ্ঞও সমুদ্রপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ করে জাপানে সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও সুনামির আশঙ্কা প্রকাশ করেছেন, যা তাতসুকির পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে।