আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতে পরপর ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হল তিব্বত। প্রত্যেক প্রহরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন শতাধিক মানুষ। কনকনে ঠান্ডার মাঝে গৃহহীন হাজার হাজার মানুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। আহত হয়েছেন কমপক্ষে ১৩০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লক্ষ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পের উৎসস্থল লেবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তরপূর্বে নেপাল-তিব্বত সীমান্তে। এমনিতেই এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত। প্রথম কম্পন অনুভূত হয় সকাল সাড়ে ছ’টা নাগাদ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের পর আরও অন্তত পাঁচবার কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। শিজাং এবং শিগাতসে তীব্র কম্পন অনুভূত হয়। সংবাদসংস্থা এপি জানিয়েছে, প্রথম জোরালো ভূমিকম্পের পরের তিন ঘণ্টায় প্রায় ৫০ বার কম্পন বা আফটারশক অনুভূত হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায় বহু বাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অফিস। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রসঙ্গত, আজ নেপাল, ভুটান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিহার, অসম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।
